Mumbai Rain: বৃষ্টির দাপটে প্লাবনের সম্ভাবনা, ভাসছে মুম্বই, অমরাবতী, নেমেছে ধস, বিপদসীমার উপরে নদী

Last Updated:

Mumbai Rain: উপকূল শহর পালঘর, থানে, রায়গড়, রত্নগিরি. সিন্ধুদুর্গে ভয়ানক বৃষ্টির দাপট শুরু হয়েছে। বড় ও স্থানীয় জল বাড়ছে হুহু করে, বিপদসীমার উপর দিয়ে বইছে নদী।

বন্যা পরিস্থিতি মুম্বইয়ে
বন্যা পরিস্থিতি মুম্বইয়ে
#মুম্বই: ভয়ানক বৃষ্টি শুরু মু্ম্বই-সহ মহারাষ্ট্রের বেশিরভাগ শহরে। ফুঁসছে বিভিন্ন নদী। কোথাও কোথাও নেমেছে ধস। সব মিলিয়ে ফের এক বার প্লাবনের মুখে দাঁড়িযে আছে বাণিজ্য নগরী। বছর-বছর বন্যার এই ভয়ানক রূপ দেখতে যেন অভ্যাস করে ফেলে আরবসাগরের তীরের এই সাজানো শহর, এ বার মৌসুমী বায়ু প্রবেশের কয়েকদিনের মধ্যেই বৃষ্টির দাপট ফের জানান দিচ্ছে সে কথা। উপকূল শহর পালঘর, থানে, রায়গড়, রত্নগিরি. সিন্ধুদুর্গে ভয়ানক বৃষ্টির দাপট শুরু হয়েছে। বড় ও স্থানীয় জল বাড়ছে হুহু করে, বিপদসীমার উপর দিয়ে বইছে নদী।
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!
অনেক শহর, যেমন চিপবলুন, বৈভবওয়াড়ি, আম্বেত, খেড, পোলাদপুরের রাস্তা ভেসে গিয়েছে জলে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এ ছাড়া রত্নগিরি জেলার পাহাড় প্রভাবিত এলাকার বেশ কয়েকটি স্থানে ধসের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরব সাগরের ধারে একাধিক ছোট গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। প্রধান দুটি নদী, বশিষ্ট ও জগুবন্দির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এ ছাড়া কুন্দলিকা নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে।
advertisement
আরও পড়ুন: চাকরি চুরির পর্দাফাঁস করেছেন, আজ থেকে নতুন দিন ববিতা সরকারের!
অতিভারী বৃ্ষ্টিপাত মুম্বই ও কোঙ্কন উপকূল অংশে আতঙ্কের সৃষ্টি করেছে। সোমবার রাত থেকে টানা বৃষ্টির ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে বাণিজ্য নগরীর অধিকাংশ রাস্তা। আশেপাশের অনেকগুলি শহরও এই একই সমস্যায় ভুগছে। বিভিন্ন এলাকার গ্রামবাসীরা এ বার বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন। জল জমার ফলে প্রভাবিত হয়েছে ট্রেন, বাস-সহ সমস্ত সড়ক ও রেল যোগাযোগ পরিষেবাও। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ইতিমধ্যে সমস্ত জেলাতে উচ্চ-সতর্কতা জারি করেছেন। গ্রামবাসীদের কাঁচা বাড়ি থেকে শরণার্থী শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে ত্রাণসামগ্রী বণ্টনের বিষয়টিও নজর রাখতে বলেছেন তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Rain: বৃষ্টির দাপটে প্লাবনের সম্ভাবনা, ভাসছে মুম্বই, অমরাবতী, নেমেছে ধস, বিপদসীমার উপরে নদী
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement