Mysterious Tiger Death: পড়ে রয়েছে বাঘিনির দেহ..পাশে নিথর ৪টে শাবক! অভয়ারণ্যের ভিতরে কী করে ঘটল এমন ঘটনা, উঠছে প্রশ্ন

Last Updated:

কর্ণাটকের বন, বাস্তুতন্ত্র ও পরিবেশ মন্ত্রী ঈশ্বর বি খাণ্ড্রে ঘটনার গুরুত্বের কথা স্বীকার করে জানিয়েছেন, ‘‘প্রাথমিক রিপোর্ট বলছে, ওই বাঘেদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ কী কারণে মৃত্যু হয়েছে, তা পোস্ট মর্টেমের পরেই জানা যাবে৷ আমি রাজ্যের সব জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি৷’’ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে৷ স্থানীয়রা মনে করছে চোরাশিকারিরাই বিষের ফাঁদ পেতে বাঘেদের খুন করেছে৷

News18
News18
কর্ণাটক: পাথরের উপরে নিথর পড়ে রয়েছে ডোরাকাটা বিশাল দেহটা৷ মুখটা খানিকটা হাঁ করা৷ আর তার পাশেই পড়ে রয়েছে চারটে ছোট্ট ছোট্ট শাবকের দেহ৷ এদের ৫ জনের প্রত্যেককেই বিষ দিয়ে মারা হয়েছে৷ গত ২৫ জুন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজানগর জেলার এম এম হিলস ওয়াইল্ডলাইফ অভয়ারণ্যের৷ প্রশ্ন উঠছে, বাঘের সংখ্যা বাড়ানো নিয়ে এত প্রচারের পরেও কী ভাবে পাঁচ পাঁচটা বাঘকে বিষ দিয়ে মারা হল৷ তা-ও একটা অভয়ারণ্যের মধ্যে৷ ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন বিশেষজ্ঞেরা৷ অভিযোগ উঠছে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি প্রসঙ্গে৷
১১ বছরের ওই বাঘিনিকে প্রথম দেখতে পাওয়ার গিয়েছিল ২০১৪ সালে৷ তার পর থেকে সে ওই অভয়ারণ্যেরই বাসিন্দা৷ মাস কয়েক আগে চারটি ফুটফুটে ছানার জন্ম দিয়েছিল সে৷
ওই বাঘিনির নিথর দেহের পাশেই মিলেছে একটি গরুর অর্ধেক খাওয়া মৃতদেহ৷ ওই দেহতে বিষ ছিল বলে জানা গিয়েছে৷ ওই গরুর মাংস খেয়েই বাঘিনির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ওই গরুর মাংস খেয়ে সে তার ছানাদের কাছেই ফিরছিল৷ কিন্তু, ততক্ষণে ওই বাচ্চাগুলোও বিষের প্রভাবে মারা গিয়েছে৷
advertisement
advertisement
৫টি বাঘের মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরিবেশবিদ জোসেফ হুভার বলেছেন, ‘‘ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট কী করছিলেন? মাসের পর মাস বনরক্ষক গ্রামবাসীদের টাকা দেওয়া হয় না৷ তারা এটা বন দফতরকেও জানিয়েছে৷ তারপরেও ওরা জঙ্গলে ঢুকে জঙ্গল পাহারা দেবে?’’
advertisement
কর্ণাটকের বন, বাস্তুতন্ত্র ও পরিবেশ মন্ত্রী ঈশ্বর বি খাণ্ড্রে ঘটনার গুরুত্বের কথা স্বীকার করে জানিয়েছেন, ‘‘প্রাথমিক রিপোর্ট বলছে, ওই বাঘেদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ কী কারণে মৃত্যু হয়েছে, তা পোস্ট মর্টেমের পরেই জানা যাবে৷ আমি রাজ্যের সব জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি৷’’ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে৷ স্থানীয়রা মনে করছে চোরাশিকারিরাই বিষের ফাঁদ পেতে বাঘেদের খুন করেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Tiger Death: পড়ে রয়েছে বাঘিনির দেহ..পাশে নিথর ৪টে শাবক! অভয়ারণ্যের ভিতরে কী করে ঘটল এমন ঘটনা, উঠছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement