Covid 19 Nasal Vaccine : কোভিড ১৯ টিকাকরণে যুগান্তকারী! অনুমোদন পেল ভারত বায়োটেকের প্রথম Nasal Covid 19 Vaccine

Last Updated:

Covid 19 Nasal Vaccine : নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই ৷

First Nasal Covid 19 Vaccine
First Nasal Covid 19 Vaccine
নয়াদিল্লি : কোভিড ১৯-এর টিকাকরণে যুগান্তকারী পরিবর্তন ৷ এ বার আর ত্বক বিঁধিয়ে ইঞ্জেকশন নয় ৷ নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি নেজাল ভ্যাকসিনকে বা নাক দিয়ে নেওয়ার কোভিড প্রতিষেধককে (Covid 19 Nasal Vaccine) অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI) ৷
তবে আপাতত এটা জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে শুধুমাত্র পূর্ণবয়স্কদের ক্ষেত্রেই অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে ৷ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য ৷ এই প্রসঙ্গে তিনি বলেন ‘‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার বিজ্ঞান, গবেষণা ও বিকাশকে সঠিক পথে চালিত করে সাফল্য আয়ত্ত করতে পেরেছে ৷’’
ভারত বায়োটেক জানিয়েছে তাদের কোভিড ইন্ট্রানেজাল ভ্যাকসিন বিবিভি১৫৪ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে ৷ এটা সহ্য করা সহজ এবং নিয়ন্ত্রিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ইমিউনোজেনিক হিসেবেও চিহ্নিত হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা সম্প্রতি বলেছেন যে তাঁদের সংস্থা নেজাল ভ্যাকসিনের ট্রায়াল সম্পূর্ণ করেছে প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবকের ক্ষেত্রে ৷ টিকা প্রয়োগের পর এখনও পর্যন্ত কোনও বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই তাঁর দাবি ৷
আরও পড়ুন :  মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
মঙ্গলবার ভারত সরকারের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে সারা দেশে গত একদিনে কোভিড সংক্রমণ বেড়েছে ৪,৪১৭ ৷ যা গত ৩ মাসে সর্বনিম্ন ৷ সক্িয় রোগীর সংখ্যা কমে পৌঁছেছে ৫২ হাজার ৩৩৬-এ ৷ মৃত্যুর হয়েছে ২৩ জনের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Nasal Vaccine : কোভিড ১৯ টিকাকরণে যুগান্তকারী! অনুমোদন পেল ভারত বায়োটেকের প্রথম Nasal Covid 19 Vaccine
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement