হাসিনার মুখে মোদির ভূয়সী প্রশংসা, ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি মৌ

Last Updated:

বৈঠক দু’দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ একদিকে সন্ত্রাস দমনের ইস্যু নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে জলবণ্টন, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক বিভিন্ন চুক্তি নিয়েও৷

বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
#নয়াদিল্লি: ভারতে চারদিনের সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সোমবার তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছনর পর গিয়েছিলেন নিজামউদ্দিনের দরগায়৷ মঙ্গলবার, এই সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা৷ সেখানে দীর্ঘক্ষণ দু’দেশের সম্পর্ক নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় হয় বলে খবর৷ সেই আলোচনাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা উঠে আসে৷ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সাতটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
বৈঠক দু’দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ একদিকে সন্ত্রাস দমনের ইস্যু নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে জলবণ্টন, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক বিভিন্ন চুক্তি নিয়েও৷ দুই দেশই সীমান্ত বরাবর বিভিন্ন অপরাধ কমানোর বিষয়ে উদ্যেগ নেওয়ার বিষয়েও আলোচনা করেছে বলে খবর পাওয়া গিয়েছে৷ পাশাপাশি, দু’দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার যাতে যথেষ্ট পরিমাণ উন্নতি হয়, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: কর্মবিরতি ঘিরে তোলপাড় হাইকোর্ট! মঙ্গলেও আইনজীবীদের শোরগোল চরমে, উত্তপ্ত আদালত চত্বর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, ‘‘ভারত ও বাংলাদেশের সম্পর্ককে অতিরিক্তি গতিদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব৷ ভারত বাংলাদেশের অন্যতম প্রধান ও সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ৷ ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী দেশের সম্পর্কের এক রোল মডেল হিসাবে পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নতির কথা উল্লেখ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এতি দ্রুত উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে৷ বাংলাদেশে ভারতের সর্ববৃহৎ বাণিজ্যসঙ্গী৷ ভারত ও বাংলাদেশের মধ্যে যে সাংস্কৃতির মেল বন্ধন আছে, তাও চোখ মেলে দেখার মতো৷’’ মোদিকে শেখ মুজিবের ভাষণের একটি অনুদিত বইও এদিন উপহার হিসাবে তুলে দেন শেখ হাসিনা৷ পাশাপাশি, ভারত সরকার ও ভারতবাসীকে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে শুভেচ্ছাও জানান৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
হাসিনার মুখে মোদির ভূয়সী প্রশংসা, ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি মৌ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement