Calcutta High Court: কর্মবিরতি ঘিরে তোলপাড় হাইকোর্ট! মঙ্গলেও আইনজীবীদের শোরগোল চরমে, উত্তপ্ত আদালত চত্বর
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Calcutta High Court: তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীদের কর্মবিরতি'র সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন সিনিয়র আইনজীবী সপ্তাংসু বাসু সহ বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীরা।
#কলকাতা: সোমবারের পর মঙ্গলবারও তুমুল শোরগোল হাই কোর্টে। ২ এজলাস আইনজীবীদের একাংশের কর্মবিরতি সিদ্ধান্ত ঘিরে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিতরা আর অন্যদিকে বাম-বিজেপি-কংগ্রেস সমর্থিতরা। তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীরা ১ নং ও ১৩ নং আদালত কর্মবিরতির পক্ষে। অন্যপক্ষ তা মানতে রাজি নয়। সোমবার ১৩ নং আদালত কক্ষের বাইরে আইনজীবীদের ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। অভিযোগ এমনটাই৷ এরপর শুরু হয়ে যায় ধুন্ধুমার পরিস্থিতি।
উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থা'র বিচার্য বিষয় পরিবর্তনের প্রতিবাদে সোচ্চার তৃণমূল সমর্থিত আইনজীবীরা। তাঁদের যুক্তি, ৩ মাসের মধ্যে কীভাবে পুলিশ নিষ্ক্রিয়তার এজলাস বদল হয়। ১৩ নং আদালতের বিচারপতির বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ রয়েছে। শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচের নামে কার্যত একতরফা নির্দেশ দিয়েছেন ওই বিচারপতি। যদিও শুভেন্দু অধিকারী আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, "বিচারপতি মান্থার দেওয়া নির্দেশকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে।"
advertisement
advertisement
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মঙ্গলবার বলেন, কোনও আইনজীবী অনুপস্থিত থাকলে আদালত যেন কোনও রায় বা নির্দেশ না দেয়। তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীদের কর্মবিরতি'র সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন সিনিয়র আইনজীবী সপ্তাংসু বাসু-সহ বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীরা। তাদের পাল্টা দাবি, আদালতের প্রধান বিচারপতি ও বিচারপতি রাজাশেখর মান্থা এজলাস বয়কটের সিদ্ধান্ত বেআইনি। এমন কোনও সিদ্ধান্ত হয়নি, আমি বার বৈঠকে উপস্থিত ছিলাম। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তুমুল বাগবিতণ্ডা দুই পক্ষের আইনজীবীর মধ্যে প্রধান বিচারপতির এজলাসে।
advertisement
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মন্তব্য করেন, আমি ৩ বিচারপতির একটা কমিটি তৈরি করে দিয়েছি। যা বলার ওই কমিটির কাছে বলুন। আপনাদের মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে তা বজায় রাখুন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ বিরোধিতা করেন দুই এজলাস বয়কটের, বা কর্মবিরতি'র। বিরোধিতা করেন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের প্রস্তাবের। ১০ মিনিট বন্ধ থাকে প্রধান বিচারপতি এজলাসের কাজ। আপাতত শুরু হয়েছে প্রধান বিচারপতি এজলাসের বিচারের কাজ। তুমুল হইচই প্রধান বিচারপতির এজলাসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 1:12 PM IST