Omicron: প্রথম ভারতে কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু, রাজস্থানের ঘটনাকে নিশ্চিত করল কেন্দ্র

Last Updated:

Covid 19: আক্রান্ত মানুষটি ওমিক্রনের রিপোর্ট আসার আগেই প্রয়াত হন। বুধবার এই রিপোর্ট আসে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#জয়পুর: ভারতে প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের (Omicron Infected) মৃত্যুর ঘটনাকে নিশ্চিত করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)। শেষ সপ্তাহে রাজস্থানের উদয়পুরে এক ওমিক্রন করোনা আক্রান্তের মৃত্যু হয়। তাঁর শরীরে যে ভাইরাস রয়েছে, তার জিনোম সিকোয়েন্সিং করার আগেই তিনি প্রয়াত হন। পরে, বুধবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে। সেখানে দেখা যায়, তিনি করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত ছিলেন। বুধবার এই বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
আরও পড়ুন - ভয়াবহ! একলাফে ৯১ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ! করোনা-কম্পে কাঁপছে গোটা দেশ...
তিনি বললেন, "আক্রান্ত মানুষটি ওমিক্রনের রিপোর্ট আসার আগেই  প্রয়াত হন। বুধবার এই রিপোর্ট আসে। আক্রান্তের কো-মর্বিটিডি ছিল। তিনি ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন। তাঁকে সমস্ত নিয়ম মেনেই করোনার চিকিৎসা করা হয়েছিল। তবে আমরা মনে করি, কোনও করোনা আক্রান্তের মৃত্যু হলে, তাঁকে করোনায় মৃত্যু বলেই ধরে নেওয়া হয়। আর ওমিক্রনের ক্ষেত্রেও তাই। যদি তার রিপোর্ট দেরি করে আসে, তাহলেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।"
advertisement
আরও পড়ুন: ১১ বার করোনার টিকা পেলেন বিহারের বাসিন্দা, বলছেন, 'ভাল লাগে টিকা নিতে'
যদিও এই আক্রান্তের ক্ষেত্রে এক অদ্ভুত বৈশিষ্ট্য দেখেছেন চিকিৎসক। ৭৩ বছরের এই প্রৌঢ়র দু'বার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু তার পরেও তিনি তাঁর কোমর্বিডিটির জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড পরবর্তী বেশ কিছু সমস্যা তাঁর ছিল।ছিল ডায়াবিটিস, হাইপারটেনশন-সহ বেশ কয়েকটি সমস্যা। উদয়পুরের প্রধান মেডিক্যাল হেলথ অফিসার এ কথা জানিয়েছেন। গত ডিসেম্বর মাসের ১৫ তারিখে প্রথমবার কোভিড পজিটিভ ধরা পড়ে ওই ব্যক্তির। জ্বর, সর্দি-কাশি ছিল, তার পরেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে। তার পর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার রিপোর্ট আসার আগেই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর পর রিপোর্ট আসে, দেখা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Omicron: প্রথম ভারতে কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু, রাজস্থানের ঘটনাকে নিশ্চিত করল কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement