Coronavirus Update India: ভয়াবহ! একলাফে ৯১ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ! করোনা-কম্পে কাঁপছে গোটা দেশ...

Last Updated:

Coronavirus Update India: স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷

লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংকমণ।
Representative Image
লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংকমণ। Representative Image
#নয়াদিল্লি : চিন্তা বাড়িয়ে চলেছে কোভিড-১৯ (Coronavirus Update India)। করোনার দৈনিক সংক্রমণ ছুঁল ৯০ হাজারের মাইলস্টোন৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার ৬.৪৩%। গতকালের তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল ৫৬.৬%।
পরশু ছিল ২২ হাজারের কিছু বেশি, আজ দৈনিক সংক্রমণ  (Coronavirus Update India) একলাফে ৯০ হাজারে! দেশের কোভিড (Covid-19) পরিসংখ্যান এবার রীতিমতো ভয় ধরাচ্ছে। দেশে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) পুরোদস্তুর যে আঘাত হেনে ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস বাড়ল ৭০ হাজারেরও বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে দ্রুত ডেল্টার মতো গতিতে সংক্রমণ  (Coronavirus Update India) ছড়াবে ওমিক্রন (Omicron)। সেক্ষেত্রে আরও বাড়বে সংক্রমণের গতি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। এদিকে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন।
advertisement
advertisement
মারণ ভাইরাসে (Coronavirus Update India) গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। গতকালের থেকে এই সংখ্যাটাই সামান্য স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন। অস্বস্তি বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ৮৫ হাজার ১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭১ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৮৭৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।
advertisement
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৮ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষের ১৩ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরইমধ্যে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ। দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, এবার কি ফের লকডাউনের পথে দেশ? আর সেই আতঙ্ক বাড়াচ্ছে উত্তরোত্তর বাড়তে থাকা দৈনিক সংক্রমণ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Update India: ভয়াবহ! একলাফে ৯১ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ! করোনা-কম্পে কাঁপছে গোটা দেশ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement