বিপুল জয়ের পর আপ বিধায়ককে লক্ষ্য করে গুলি, সমর্থকের মৃ্ত্যু
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: বিপুল জয়ের চলছিল উদযাপন৷ আর তাতেই যোগ হল রক্তের দাগ! দিল্লিতে আপের জয়ের পর এক আপ কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জয়ী আপ বিধায়ক নরেশ যাদবের সঙ্গে ছিলেন আপ কর্মী অশোক মান৷ মেহরৌলি বিধানসভা কেন্দ্র জয়ের পর নরেশ যাদব গিয়েছিলেন মন্দিরে, পুজো দিতে৷ পুজো দিয়ে খোলা গাড়িতে করে ফিরছিলেন তিনি৷ তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ গুলি লাগে বিধায়কের পাশে থাকা অশোক মানের৷ মৃত্যু হয় তার৷ অন্য এক আপ কর্মীও আহত হন৷
মঙ্গলবার দিল্লিতে আপের জয়ের পর রাত ১০.৩০ নাগাদ কিশনগড় এলাকা দিয়ে আপ বিধায়কের গাড়ি যাচ্ছিল৷ হুড খোলা গাড়িতে নরেশ যাদব ছাড়াও ছিলেন আপ কর্মীরা৷ সেখানেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়৷ জয়ের উদযাপেন প্রচুর বাজি ফাটছিল চারিদিকে৷ তাই প্রথেম বোঝাই যায়নি যে গুলি চলেছে৷ চার রাউন্ড গুলি চলে৷ ব্যাপারটি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে আপ বিধায়ককে অন্য গাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ আপ কর্মীর মৃত্যুর কথা ট্যুইটে জানায় দল৷
advertisement
Shots fired at AAP MLA@MLA_NareshYadav
— AAP (@AamAadmiParty) February 11, 2020
and the volunteers accompanying him while they were on way back from temple.
At least one volunteer has passed away due to bullet wounds. Another is injured.
advertisement
প্রথমিক তদন্তের পর এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ তিনিই গুলি চালিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ গুলি চালানোর কথা স্বীকারও করেছে আটক ব্যক্তি৷ তবে তিনি জানিয়েছেন যে আপ কর্মী অশোক মনকে হত্যা করতেই গুলি চালান তিনি৷ এরপরই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কীভাবে এমন এক দিনে, জনবসতিতে গুলি ছোড়া হল? কোথায় পুলিশি নিরাপত্তা? এই ভাষায় ট্যুইট করেছেন আপ সংসদ সঞ্জয় সিং৷ এর আগে শাহিনবাগ, জামিয়া মিলিয়া বা জেএনইউতে পুলিশের আচরণে ক্ষুব্দ দিল্লিবাসী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2020 11:04 AM IST