বিপুল জয়ের পর আপ বিধায়ককে লক্ষ্য করে গুলি, সমর্থকের মৃ্ত্যু

Last Updated:
#নয়াদিল্লি: বিপুল জয়ের চলছিল উদযাপন৷ আর তাতেই যোগ হল রক্তের দাগ! দিল্লিতে আপের জয়ের পর এক আপ কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জয়ী আপ বিধায়ক নরেশ যাদবের সঙ্গে ছিলেন আপ কর্মী অশোক মান৷ মেহরৌলি বিধানসভা কেন্দ্র জয়ের পর নরেশ যাদব গিয়েছিলেন মন্দিরে, পুজো দিতে৷ পুজো দিয়ে খোলা গাড়িতে করে ফিরছিলেন তিনি৷ তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ গুলি লাগে বিধায়কের পাশে থাকা অশোক মানের৷ মৃত্যু হয় তার৷ অন্য এক আপ কর্মীও আহত হন৷
মঙ্গলবার দিল্লিতে আপের জয়ের পর রাত ১০.৩০ নাগাদ কিশনগড় এলাকা দিয়ে আপ বিধায়কের গাড়ি যাচ্ছিল৷ হুড খোলা গাড়িতে নরেশ যাদব ছাড়াও ছিলেন আপ কর্মীরা৷ সেখানেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়৷ জয়ের উদযাপেন প্রচুর বাজি ফাটছিল চারিদিকে৷ তাই প্রথেম বোঝাই যায়নি যে গুলি চলেছে৷ চার রাউন্ড গুলি চলে৷ ব্যাপারটি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে আপ বিধায়ককে অন্য গাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ আপ কর্মীর মৃত্যুর কথা ট্যুইটে জানায় দল৷
advertisement
advertisement
প্রথমিক তদন্তের পর এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ তিনিই গুলি চালিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ গুলি চালানোর কথা স্বীকারও করেছে আটক ব্যক্তি৷ তবে তিনি জানিয়েছেন যে আপ কর্মী অশোক মনকে হত্যা করতেই গুলি চালান তিনি৷ এরপরই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কীভাবে এমন এক দিনে, জনবসতিতে গুলি ছোড়া হল? কোথায় পুলিশি নিরাপত্তা? এই ভাষায় ট্যুইট করেছেন আপ সংসদ সঞ্জয় সিং৷ এর আগে শাহিনবাগ, জামিয়া মিলিয়া বা জেএনইউতে পুলিশের আচরণে ক্ষুব্দ দিল্লিবাসী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপুল জয়ের পর আপ বিধায়ককে লক্ষ্য করে গুলি, সমর্থকের মৃ্ত্যু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement