Fire Accident Tragedy: মর্মান্তিক! দিল্লির দ্বারকায় আগুনে ঝলসে মৃত্যু বাবা ও ২ সন্তানের, ব্যালকনি থেকে লাফিয়ে প্রাণ হারালেন তিনজন, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Fire Accident Tragedy: দিল্লির দ্বারকার সাপথ সোসাইটিতে আগুনে ঝলসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে লাফিয়ে পড়েন বাবা ও দুই শিশু। দমকল বাহিনী উদ্ধার কাজ চালালেও মৃত্যু এড়ানো যায়নি...
দিল্লি: দিল্লির দ্বারকার সাপথ সোসাইটিতে মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের—এক বাবা ও তাঁর দুই সন্তান।
মৃত বাবার নাম যশ যাদব (৩৫)। তাঁর ১০ বছর বয়সি এক ছেলে ও এক মেয়ে আগুন থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
জানা গেছে, আগুনের সূত্রপাত হয় সকাল ১০টা নাগাদ, সাপথ সোসাইটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মোট ৮টি ফায়ার টেন্ডার ও স্কাইলিফট পাঠানো হয় উদ্ধার কাজে।
যশ যাদব ও তাঁর দুই সন্তান আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ভয়ঙ্কর আহত শিশুদেরকে নিয়ে যশ যাদব হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনজনকেই মৃত ঘোষণা করা হয়—দুই শিশুকে আকাশ হাসপাতালে ও যাদবকে IGI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
advertisement
এই আগুনে যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে কোনওক্রমে প্রাণে বাঁচেন। তাঁদেরও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আগুন লাগার পর শপথ সোসাইটির সমস্ত বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকা থেকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) ও মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-কে খবর দিয়ে ভবনের গঠনগত স্থায়িত্ব খতিয়ে দেখতে বলা হয়েছে।
advertisement
#WATCH | Delhi: Fire broke out in a flat on the seventh floor of Sabad Apartment, Dwarka Sector 13. 8 fire tenders have reached the spot. Two to three people are expected to be trapped. Fire-fighting operations are undergoing. No information about anyone being injured: Delhi Fire… pic.twitter.com/feLVOkyP0g
— ANI (@ANI) June 10, 2025
advertisement
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 2:57 PM IST