অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সবজি কেনার ভিডিও ও ছবি।
#চেন্নাই: লক্ষ্মীপুজোর আগে বাজারে যেন ছ্যাঁকা লাগছে আম আদমির। ধনদেবীর আরাধনা করার আগে পকেটেই পড়ছে সবচেয়ে বেশি টান। অগ্নিমূল্য বাজারের হাল-হকিকত জানতে এবার স্বয়ং মাঠেই নামলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থমন্ত্রীর সবজি কেনার ভিডিও ও ছবি।
একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এক সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কেনেন। অর্থমন্ত্রীর দফতরের তরফেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'চেন্নাইতে একদিনের সফরে গিয়ে মাইলাপুরের বাজারে নির্মলা সীতারমন। স্থানীয় ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি ও সবজি কেনেন।'
advertisement
During her day-long visit to Chennai, Smt @nsitharaman made a halt at Mylapore market where she interacted with the vendors & local residents and also purchased vegetables. pic.twitter.com/emJlu81BRh
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 8, 2022
advertisement
Some glimpses from Smt @nsitharaman's visit to Mylapore market in Chennai. https://t.co/GQiPiC5ui5 pic.twitter.com/fjuNVhfY8e
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 8, 2022
advertisement
আরও পড়ুন: আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো, জানুন ধনদেবীকে তুষ্ট করার মন্ত্র
স্বাভাবিক ভাবেই ভিডিওতে নেটিজেন প্রশ্ন করেছেন, বাজারে গিয়ে কী সবজি কিনলেন নির্মলা সীতারমন? কেন্দ্রীয় মন্ত্রীর বাজারে গিয়ে সবজি কেনার ভিডিও নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। নেটিজেনরা এনিয়ে জোর চর্চা করছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি ও ভিডিও। জানা গিয়েছে, মিষ্টি আলু ও করলা কিনেছিলেন অর্থমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মীপুজো করছেন? বাজারে যাওয়ার আগে সঠিক ফর্দটা জানুন
অর্থমন্ত্রী চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর পথে তিনি বাজারে গিয়ে সবজি কেনেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতরের পর অর্থমন্ত্রী নিজেও এই ভিডিওটি রিট্যুইট করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 10:26 AM IST