চারদিকে শুধুই জল! ছাতা মাথায় নৌকায় সন্তানের জন্ম দিলেন মহিলা, নাম রাখলেন কৃষ্ণ, দেখুন
Last Updated:
সরকারি স্বাস্থকর্মী রয়েছেন বোটে৷ সাহায্য করছেন প্রসবে৷ খানিক পরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা৷ ঘটনাটি ঘটেছে অসমের বোকাখত জেলার আফালা গাঁওয়ে৷
#গুয়াহাটি: প্রবল বৃষ্টি৷ বন্যা৷ বাসুদেবের মাথায় ঝুড়িতে সদ্যোজাত কৃষ্ণ৷ খানিকটা যেন সেই অভিজ্ঞতারই সাক্ষী হল অসম৷ চারদিক জলের তলায়৷ প্রবল বৃষ্টি৷ বোটে প্রসব যন্ত্রণায় চিত্কার করছেন মা৷ সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন বোটে৷ সাহায্য করছেন প্রসবে৷ খানিক পরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা৷ ঘটনাটি ঘটেছে অসমের বোকাখত জেলার আফালা গাঁওয়ে৷
শিশুটির নাম রাখা হয়েছে কৃষ্ণ৷ মহিলার নাম রুমি ছেত্রি৷ বন্যা বিধ্বস্ত অসমে বহু পরিবার ঘরছাড়া৷ আপাত উঁচু জায়গায় ত্রাণ শিবিরেই আশ্রয় নিচ্ছে হাজার হাজার পরিবার৷ তেমনই একটি ত্রাণ শিবিরে প্রসব যন্ত্রণা ওঠে রুমার৷ জলমগ্ন এলাকায় নিকটবর্তী হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া চেষ্টা করে পরিবার৷ কিন্তু কিছুতেই তা সম্ভব নয়৷ রুমার চিত্কার দেখতে পান স্তানীয় স্বাস্থ্যকর্মী ত্রৈলক্য সাইকিয়া৷
advertisement
advertisement
ত্রৈলক্য তখনই ঠিক করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা মানে বিপদ ডেকে আনা৷ বোটেই যা করার করতে হবে৷ খানিক ক্ষণ চেষ্টার পরেই ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন৷ বন্যা, বৃষ্টির মধ্যে সন্তানের জন্মের পরেই নাম রাখথে সময় নেননি রুমা৷ ছেলের নাম কৃষ্ণ৷ স্বাস্থ্য কর্মীদের এই সাহায্যকে শাবাশি জানাচ্ছেন সবাই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2019 4:22 PM IST