PAN কার্ডে আর প্রয়োজন নেই বাবার নাম
Last Updated:
#নয়াদিল্লি: PAN কার্ডে আর বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক নয় ৷ মঙ্গলবার আয়কর দফতরের পক্ষে এটা স্পষ্ট জানানো হয়েছে ৷ সন্তানের দায়িত্ব যদি মা নিয়ে থাকেন অর্থাৎ তিনিই সিঙ্গেল পেরেন্ট হন, সেক্ষেত্রে সন্তানের PAN কার্ডে বাবার নাম নাও থাকতে পারে ৷
আয়কর নিয়মে কিছু বদল এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস ৷ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে এবার থেকে PAN-এর আবেদন পত্রে সিঙ্গল পেরেন্ট হিসেবে মা থাকলে, তার নাম উল্লেখ করার জায়গা দেওয়া হবে ৷ এখনও বাবার নাম উল্লেখ করার রীতিই রয়েছে PAN অ্যাপলিকেশনে ৷ নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ৫ ডিসেম্বর থেকে ৷
advertisement
নঙ্গিয়া অ্যাডভাইসর এলএলপি পার্টনারের পক্ষে সুরজ নঙ্গিয়া জানান যে অভিভাবক হিসেবে মা যাদের সব দায়িত্ব পালন করেন তাদের দাবিকেই গুরুত্ব জানিয়ে এই বিজ্ঞপ্তি ৷ কারণ যাদের বাবার মৃত্যু হয়েছে বা বাবা কোন দায়িত্বই পালন করেন না, তাদের ক্ষেত্রে কেন বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক হবে ? মা যখন অভিভাবক, তখন তাঁর নামটাই থাকা উচিৎ ৷ তাই নিয়ম পরিবর্তনে খুশি অনেকেই ৷
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে বার্ষিক আড়াই লক্ষ টাকা বা তার বেশি লেনদেন হলে PAN কার্ড থাকা বাধ্যতামূলক ৷ প্রতি বছরের ৩১শে মে অাবেদন জানাতে হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2018 9:26 AM IST