Fact Check: জগনমোহনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান লাইভ দেখছেন চন্দ্রবাবু? মর্ফ ছবি ঘিরে তোলপাড় দক্ষিণের রাজনীতি
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
জগনমোহন রেড্ডির ইস্তেহার প্রকাশের লাইভ অনুষ্ঠান চন্দ্রবাবু দেখছেন বলে যে ছবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো।
FactChecked by Factly নয়াদিল্লি# ২০২৪-এর ২৭ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন YSRCP প্রধান জগনমোহন রেড্ডি। আর ইস্তেহার প্রকাশের সেই অনুষ্ঠান লাইভ টিভিতে দেখছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিটি ফেক। জগনমোহন রেড্ডির ইস্তেহার প্রকাশের লাইভ অনুষ্ঠান চন্দ্রবাবু দেখছেন বলে যে ছবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো।
ছবিতে কী দেখা যাচ্ছে? সুসজ্জিত অফিসের একটি চেয়ারে বসে আছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সামনে বড় টিভি। সেখানে জগনমোহন রেড্ডির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান চলছে। জগনমোহনের হাতে ধরা তাঁর দলের ইস্তেহারপত্র। তিনি কিছু বলছেন। আর টিভিতে সেই দৃশ্য দেখছেন চন্দ্রবাবু নাইডু। গত কয়েকদিন ধরে দক্ষিণের রাজনীতিতে ঝড় তুলেছে এই ছবি। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা। কিন্তু এই ছবি সম্পূর্ণ ভুয়ো।
advertisement
advertisement
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডুর এই ছবিটি ২০১৭ সালের ২৬ নভেম্বর তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। ছবির ক্যাপশনে লেখা, “আজ সচিবালয়ের ফার্স্ট ব্লকে রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের উদ্বোধন করা হল। সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত এই কেন্দ্রে সতর্কতা বিভাগ, অভিযোগ নিষ্পত্তি, ই-গভর্নেন্স প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স যোগাযোগে সিঙ্ক্রোনাইজড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেমন দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের আগাম সতর্ক করা ইত্যাদি। ১৩টি জেলা জুড়ে ‘সবার আগে জনতা’ মন্ত্রকে নিশ্চিত করতে একটি বাস্তুতন্ত্র হিসেবে কাজ করবে, যাতে সাধারণ মানুষের জীবন সহজ হয়”।

advertisement
বেশ কিছু সংবাদপত্র এবং নিউজ পোর্টালে ২০১৭ সালের ২৬ নভেম্বর রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের উদ্বোধনের সংবাদও প্রকাশিত হয়েছে। সেখানেও ব্যবহার হয়েছে এই ছবি। এবার ভাইরাল ছবি এবং চন্দ্রবাবু নাইডুর উদ্বোধন করা রিয়েল টাইম গভর্নেন্স স্টেট সেন্টারের ছবি তুলনা করলে দেখা যাচ্ছে, জগনের ছবি ছাড়া বাকি সবই একরকম। চন্দ্রবাবুর সামনে একটা বড় স্ক্রিন। সেখানে রয়েছে বেশ কিছু পরিসংখ্যান। ফলে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে, স্ক্রিনে মর্ফ করে জগনমোহনের ছবি লাগানো হয়েছে।
advertisement
Attribution: This story was originally published by Factly and
republished by News18 Bengali.com as part of the Shakti Collective (Original Story Link: https://factly.in/a-morphed-photo-being-falsely-shared-as-chandrababu-watching-the-ysrcp-election-manifesto-release-program/)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 6:14 PM IST