Fact Check: গুজরাতে জনসমুদ্রে ভেসে রোড শো রাহুলের? ভাইরাল ভিডিও-র সত্যতা জানুন

Last Updated:

রাহুল গান্ধি রোড শো করেছেন ঠিকই। বিপুল ভিড়ও হয়েছে। ভিডিওটিতেও কোনও কারচুপি করা করা হয়নি। তবে জায়গাটা গুজরাত নয়।

FactChecked by Newschecker: নয়াদিল্লি# ২০২৪ লোকসভা নির্বাচনে গোটা দেশে দু’দফার ভোটগ্রহণ হয়েছে। ৭ মে তৃতীয় দফার ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেও তৃতীয় দফাতেই ভোট গ্রহণ হবে। তার ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাহুল গান্ধির রোড শো-র একটি ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের হুড খোলা গাড়িতে রোড শো করছেন রাহুল গান্ধি। রাস্তায় জনসমুদ্র। থিকথিকে ভিড়। যেদিকেই চোখ যায়, শুধুই কালো মাথা। দাবি করা হচ্ছে, গুজরাতে রাহুল গান্ধির রোড শো-তে এই বিপুল ভিড় হয়েছে।
কিন্তু এই দাবি মিথ্যা। রাহুল গান্ধি রোড শো করেছেন ঠিকই। বিপুল ভিড়ও হয়েছে। ভিডিওটিতেও কোনও কারচুপি করা করা হয়নি। তবে জায়গাটা গুজরাত নয়। ভাইরাল ভিডিওটি শ্যুট করা হয়েছে কেরলের ওয়ানাডে।
advertisement
advertisement
‘গুজরাতে রাহুল গান্ধির রোড শ-র ভাইরাল ভিডিও’-র সত্যতা জানতে ভিডিওটিকে প্রথমে আলাদা আলাদা কিফ্রেমে ভাগ করা হয়। তারপর গুগল রিভার্স ইমেজ সার্চে ফেলতেই বেড়িয়ে আসে আসল সত্য। সেখান থেকেই জানা যাচ্ছে, ২০২৪-এর ৩ এপ্রিল কেরলের ওয়ানাডে রোড শো করেন রাহুল গান্ধি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে যুব কংগ্রেস। এখন সেটাকেই গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে ভাইরাল করা হচ্ছে।
advertisement
অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো-এর ভিডিও রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা এবং অন্যান্য রাজ্যের যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও শেয়ার করা হয়। তাঁরাও ভিডিওটিকে কেরলের ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো বলেই উল্লেখ করেছেন।
advertisement
ফলে এই সিদ্ধান্তে আসা যায় যে গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে প্রচার করা ভিডিওটি ফেক। আসলে মিছিলটি হয়েছিল কেরলের ওয়ানাডে। একাধিক সুত্র থেকে এই সত্যই উঠে এসেছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০১৯ লোকসভা ভোটে গুজরাতের সবকটি আসনেই জিতেছিল বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটেও কংগ্রেস বিশেষ সুবিধা করতে পারেনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। অন্য দিকে, ২০২৪ লোকসভা ভোটে কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন রাহুল।
advertisement
● Attribution within the story against each fact-checked story quoted: As fact-checked by [Fact-check by newschecker], Original Story Link: https://newschecker.in/ta/fact-check-ta/rahul-road-show-gujarat-misleading/
● With inputs from News18 Bengali.com as part of the Shakti Collective.
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fact Check: গুজরাতে জনসমুদ্রে ভেসে রোড শো রাহুলের? ভাইরাল ভিডিও-র সত্যতা জানুন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement