আত্মঘাতী অমৃতসর দুর্ঘটনার ট্রেন চালক ?
Last Updated:
#অমৃতসর: রাবণ দহন দেখতে এসে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬১ জনের। অমৃতসরের জোড়া ফটকে এই মর্মান্তিক ঘটনা। রেললাইনে দাঁড়িয়ে রাবণবধ দেখছিলেন পাঁচশো থেকে সাতশো মানুষ। তখন আপ ও ডাউনে লাইনে দুটি ট্রেন আসে। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ষাটজন। জখম বেশ কয়েকজন। ঘটনায় ট্রেনের চালকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনি জানান যে এমারজেন্সি ব্রেক কষলেও তা লাগেনি ৷ এবং পরে এলাকাবাসীরা পাথ ছুড়তে থাকায় সেখান থেকে দ্রুত গতিতে ট্রেন নিয়ে এগিয়ে চলে যান তিনি ৷
এরপরই একটি খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যে দুর্ঘটনার অনুতাপে আত্মহত্যা করেছেন ট্রেনের চালক ৷ এমনকি দেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবিতে দেখা গিয়েছে যে গলায় ফাঁস লাগিয়ে একটি ব্রিজ থেকে ঝুলছেন ব্যক্তি ৷ ছবির নীচে অনেকেই দাবি করেছেন যে ঝুলন্ত ব্যক্তি অমৃতসর দুর্ঘটনার DMU ট্রেনের চালক তিনি ৷ অনেকেই আবার রাজনীতিকদের এর জন্য দায়ীও করেছেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে বাজি নিষিদ্ধ? আজ রায় শীর্ষ আদালতের
খবরটি ছড়িয়ে পড়লেও যিনি ট্যুইটারে প্রথম খবরটি শেয়ার করেছিলেন তিনি ট্যুইটটি ডিলিট করে দিয়েছে ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও খরবটি সত্যি নয় ৷ আসল সত্যিটা হল DMU এর চালক আত্মহত্য করেননি ৷ তিনি সুরক্ষিত রয়েছেন ৷ বর্তমানে তিনি পঞ্জাব রেলের হেফাজতে রেয়েছে ৷ তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2018 10:47 AM IST