Exit Poll Result of Lok Sabha Election 2019: ভোট শতাংশেও যোজন এগিয়ে বিজেপি ও এনডিএ, অনেক পিছনে কংগ্রেস
Last Updated:
General Elections 2019 Exit Poll: এগজিট পোলের রেজাল্টে দেখা যাচ্ছে, দেশে ভোট শেয়ারে এনডিএ পাচ্ছে ৪৮.৫ শতাংশ ভোট৷ কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট পাচ্ছে ২৫ শতাংশ ভোট৷ অন্যান্যরা ২৬.৫ শতাংশ৷ অর্থাত্ ইউপিএ-এর ভোট শেয়ার অন্যান্যদের থেকেও কম৷
#নয়াদিল্লি: আসনের নিরিখে কেন্দ্রে যে ফের বিজেপি-র নেতৃত্ব এনডিএ সরকারই ফিরছে, তার তীব্র ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে News18-IPSOS বুথ ফেরত সমীক্ষায়৷ প্রাপ্ত ভোটের শতাংশের নিরিখেও বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে এনডি৷ News18-IPSOS বুথ ফেরত সমীক্ষায় উঠে এল এমনই রিপোর্ট৷
এগজিট পোলের রেজাল্টে দেখা যাচ্ছে, দেশে ভোট শেয়ারে এনডিএ পাচ্ছে ৪৮.৫ শতাংশ ভোট৷ কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট পাচ্ছে ২৫ শতাংশ ভোট৷ অন্যান্যরা ২৬.৫ শতাংশ৷ অর্থাত্ ইউপিএ-এর ভোট শেয়ার অন্যান্যদের থেকেও কম৷
ভোট শেয়ারের নিরিখে বিজেপি পাচ্ছে ৩৯.৬ শতাংশ ভোট৷ কংগ্রেস পাচ্ছে ১৮.৮ শতাংশ ও অন্যান্যরা ৪১.৬ শতাংশ ভোট৷
advertisement
News18-IPSOS বুথ ফেরত সমীক্ষায়, সপ্তম দফা নির্বাচনের শেষে দেখা যাচ্ছে, শুধু আসনের নিরিখেই নয়, ভোট শেয়ারেও যোজন এগিয়ে বিজেপি ও এনডিএ জোট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2019 7:29 PM IST