তাপমাত্রা মাইনাস ৪০, বরফ ৪০ ফিট ! লাদাখে জওয়ানদের জন্য বিশেষ আবাসন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
নভেম্বর মাস থেকেই লাদাখের বিভিন্ন জায়গায় তামপাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৪০ এবং তার নীচে
#নয়াদিল্লি: এপ্রিল থেকেই চিনের সঙ্গে সংঘর্ষ নিয়ে উত্তপ্ত লাদাখ ৷ লাদাখে সীমানার দিকে বিশেষ নজর দিতেই সেনাবাহিনীও সব সময়ই তটস্থ ৷ তবে নভেম্বর মাস পড়তেই এখন ভারতীয় সেনাবাহিনীর বড়সড় চিন্তা, লাদাখের আবহাওয়া ৷ ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকায় রোজই তুষারপাত হতে শুরু করেছে ৷ লাদাখের উঁচু এলাকা ইতিমধ্যেই বরফে ঢাকতে শুরু করেছে ৷
নভেম্বর মাস থেকেই লাদাখের বিভিন্ন জায়গায় তামপাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৪০ এবং তার নীচে ৷ বহু জায়গাতেই ৩০-৪০ ফিট বরফও জমে যায় ৷ এই অবস্থায় সেনাবাহিনীর থাকাটা অত্যন্ত কষ্টকর ৷
সেটাকে মাথায় রেখেই এবার লাদাখে জওয়ানদের জন্য বিশেষ সুবিধাযুক্ত আবাসন তৈরি হলো ৷
advertisement
#WATCH Eastern Ladakh: In order to ensure operational efficiency of troops deployed in winters, Indian Army has completed establishment of habitat facilities for all troops deployed in the sector. pic.twitter.com/H6Sm5VG541
— ANI (@ANI) November 18, 2020
advertisement
তা কী কী ব্যবস্থা থাকছে এই আবাসনে?
এখানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে পানীয় জলের ওপর ৷ থাকছে গরম জলের ব্যবস্থা ৷ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ আর এসব কথা মাথায় রেখেই বিশেষভাবে সাজানো হয়েছে আবাসনের প্রতিটি কোণাকে ৷

advertisement
সেনা তাঁবুতেও থাকছে বিশেষ হিটিং ব্যবস্থা ৷ শুধু তাই নয়, সেনাদের চিকিৎসার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে এই আবাসনে৷

আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। আমেরিকা থেকে বিশেষ ঠান্ডায় পরার পোশাক ইতিমধ্যেই আমদানি করেছে ভারত। আর এবার বিশেষ আবাসনের ব্যবস্থা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2020 7:20 PM IST