Work From Home: ওয়ার্ক ফ্রম হোম করছেন? এবার বেতন কমতে পারে অনেকটাই, কেন্দ্রের নতুন পরিকল্পনা

Last Updated:

Work From Home: আপনিও কি ওয়ার্ক ফ্রম হোম করছেন! এবার বেতন কাঠামোয় বড় বদল করতে পারে কেন্দ্র।

#নয়াদিল্লি: ওয়ার্ক ফ্রম হোম করছেন! তা হলে আপনার জন্য একটি খারাপ খবর। ওয়ার্ক ফ্রম করা কর্মীদের বেতন কাঠামোর বড়সড় বদলের কথা ভাবছে শ্রমমন্ত্রক। এক্ষেত্রে কর্মীদের কাছে জানতে চাওয়া হতে পারে, তাঁরা কী পাকাপাকিভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে চান! যদি উত্তর হ্যাঁ হয়, তা হলে তাঁদের বেতনে কোপ পড়তে পারে।
সব পেশায় অবশ্য ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ নেই। বিশেষ করে যাঁরা ফিল্ড ওয়ার্ক করেন। তবে করোনা মহামারীতে অনেক সংস্থাই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার সুবিধা দিয়েছে। বেশ কিছু সংস্থায় এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে। তবে এখনও পর্যন্ত সেইসব সংস্থার বেশিরভাগ কর্মীদের বেতনে কোপ দেয়নি। তবে এবার ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের কম বেতনে কাজ করতে হতে পারে।
advertisement
আরও পড়ুন- দু'বার নয়, তিন বার টিকা নিয়েছিলেন তিনি! ভারতে ফিরে চরম বিপদে পড়লেন মুম্বইবাসী
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের বেতন কমানোর এক্তিয়ার সংস্থাগুলিকে দিতে পারে শ্রমমন্ত্রক। ওয়ার্ক ফ্রম হোম-এ থাকার জেরে অনেক কর্মীর অফিস যাতায়াতের খরচ বেচে গিয়েছে। এছাড়া অনেকেই বড় শহর থেকে নিজেদের বাড়িতে ফিরে কাজ করতে পারছেন। সেক্ষেত্রে বড় শহর বাড়ি ভাড়া নিয়ে থাকার খরচও কমেছে। আর সেই জন্যই শ্রমমন্ত্রক কর্মীদের মাইনে কমানোর কথা ভাবতে শুরু করেছে।
advertisement
advertisement
বেসরকারি সংস্থার বেতন কাঠামোয় এইআরএ অর্থাত্ হোম রেন্ট অ্যালোয়েন্স এক্ষেত্রে কমানো হতে পারে। কারণ, এখন অনেক কর্মীকেই মেট্রো সিটিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে না। তাঁরা নিজের গ্রাম বা মফস্বলে এসে বাড়িতে বসে কাজ করার সুবিধা পাচ্ছেন। তবে সেক্ষেত্রে ইন্টারনেট ও বিদ্যুত বিল বাড়ছে। তাই সংস্থাগুলি রিইমবার্সমেন্ট ক্লেম অ্যামাউন্ট কিছুটা বাড়িয়ে দেওয়ার কথাও ভাবছে।
advertisement
আরও পড়ুন- যোগীরাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে! আজ ৩৬ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির
এখন প্রশ্ন হচ্ছে, কাদের বেতন কমতে পারে! যে সমস্ত কর্মীরা মেট্রো সিটিতেই থাকেন তাঁদের বেতনে হয়তো কোপ নাও পড়তে পারে। এক্ষেত্রে যে সব কর্মীরা শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁদের এইআরএ কমতে পারে বলে সেই রিপোর্টে বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Work From Home: ওয়ার্ক ফ্রম হোম করছেন? এবার বেতন কমতে পারে অনেকটাই, কেন্দ্রের নতুন পরিকল্পনা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement