Death Trap at Home: ঘরের দেওয়ালের পেরেকে আটকে গেল জামার কলার, কেরলে ১১ বছরের কিশোরের অবিশ্বাস্য পরিণতি! স্তম্ভিত সবাই

Last Updated:

দুর্ঘটনার সময় নিজের ঘরে একাই ছিল ১১ বছরের ওই পড়ুয়া৷ অসাবধনতাবশত তার জামার কলার ঘরের দেওয়ালে লাগানো একটি পেরেকের সঙ্গে কোনও ভাবে আটকে যায়৷

মৃত ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ধানিথ৷
মৃত ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ধানিথ৷
এ যেন নিজের বাড়ির ঘরের ভিতরেই মৃত্যুফাঁদ৷ কেরলের ১১ বছরের এক কিশোরের মর্মান্তিক পরিণতির পর এ কথাই বলতে হয়৷ এই ঘটনা ফের প্রমাণ করল, নিজেদের সামান্য অসতর্কতা, উদাসীনতা কত বড় বিপদ ডেকে আনতে পারে৷ শুধু রাস্তাঘাট নয়, এমন মৃত্যুফাঁদ হয়তো কমবেশি সবার বাড়িতেই রয়েছে৷
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরামে৷ ঘরের দেওয়ালে লাগানে একটি পেরেকে আচমকা জামার কলার আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ১১ বছরের এক কিশোরের৷
মৃত ওই কিশোরের নাম ধানিথ৷ ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়া ভালিক্কানজিরামের বাসিন্দা ছিল৷
advertisement
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নিজের ঘরে একাই ছিল সে৷ অসাবধনতাবশত তার জামার কলার ঘরের দেওয়ালে লাগানো একটি পেরেকের সঙ্গে কোনও ভাবে আটকে যায়৷ পিছন দিক থেকে জামার কলার এমন ভাবে পেরেকে আটকে যায় যে ওই কিশোর তা আর ছাড়াতে পারেনি৷ উল্টে পেরেকে টান লেগে জামার কলারের অংশ তার গলায় ফাঁসের মতো আটকে যায়৷ এর ফলে শ্বাসকষ্ট শুরু হয় ওই কিশোরের৷
advertisement
ছেলের চিৎকার শুনে দ্রুত ঘরে ছুটে আসেন ওই কিশোরের মা৷ সঙ্গে সঙ্গে পেরেক থেকে জামা ছাড়িয়ে কিশোরকে মুক্ত করা হয়৷ কিন্তু ততক্ষণে নিঃশ্বাস নিতে না পেরে কাহিল হয়ে পড়েছে ওই কিশোর৷ দ্রুত তাকে তিরুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে প্রথমে কোঝিকোড়ের অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে৷ সবশেষে কোঝিকোড় মেডিক্যাল কলেজে কিশোরকে ভর্তি করা হয়৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার বিকেলে মৃত্যু হয় ওই কিশোরের৷ ১১ বছর বয়সি ধানিথের এমন পরিণতিতে স্তম্ভিত তার পাড়া প্রতিবেশীরা৷ ময়নাতদন্তের পর কিশোরের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Death Trap at Home: ঘরের দেওয়ালের পেরেকে আটকে গেল জামার কলার, কেরলে ১১ বছরের কিশোরের অবিশ্বাস্য পরিণতি! স্তম্ভিত সবাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement