Coronavirus:মুম্বইতে করোনায় আক্রান্ত ১১ সিআইএসএফ জওয়ান, ক্রমেই বাড়ছে আতঙ্ক

Last Updated:

সিআইএসএফের তরফে জানানো হয়েছে, বাহিনীর মোট ১৪২ জন আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

#মুম্বই: একসঙ্গে এগারো জন সিআইএসফ জওয়ানের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল৷ মুম্বই বিমানবন্দরে কর্মরত ওই এগারো সিআইএসএফ জওয়ানদের করোনা পরীক্ষার ফল পজিটিভ ধরা পড়েছে৷ আক্রান্তদের মধ্যে চার জনের বৃহস্পতিবারই করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷ বাকিদের পরীক্ষার ফল শুক্রবার আসে৷
দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে৷ সেখানে কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এবার করোনায় আক্রান্ত হচ্ছেন৷ তবে একসঙ্গে এগারো জন সিআইএসএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ নিঃসন্দেহে উদ্বেগজনক৷ এই জওয়ানদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরকেও চিহ্নিত করা হচ্ছে৷ সিআইএসএফের তরফে জানানো হয়েছে, বাহিনীর মোট ১৪২ জন আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷
এমনিতেই দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি৷ চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ান, করোনার প্রকোপ থেকে বাঁচছেন না কেউই৷ এ দিনই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, কর্তব্যরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে সরকার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus:মুম্বইতে করোনায় আক্রান্ত ১১ সিআইএসএফ জওয়ান, ক্রমেই বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement