Delhi Election 2025 Date: দিল্লির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, ৫ ফেব্রুয়ারি ভোট, ৮ তারিখ ফল

Last Updated:

Delhi Assembly Election 2025 Date and Schedule: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগ্রহণ হবে।

দিল্লির নির্বাচনের দিন ঘোষণা
দিল্লির নির্বাচনের দিন ঘোষণা
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন জমার শেষ দিন জানানো হয়েছে ১৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
দিল্লি বিধানসভার আসন সংখ্যা ৭০, ১২টি আসন এর মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত। ভোটগ্রহণে অংশ নেবেন প্রায় ১ কোটি ৫৫ লক্ষ মানুষ। দিনক্ষণ ঘোষণার পরেই ৭০টি আসনেই জেতার হুঙ্কার দিয়েছে শাসক দল আম আদমি পার্টি।
advertisement
advertisement
এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিনও ভোটগ্রহণের ক্ষেত্রে ইভিএমের পক্ষেই সওয়াল করেন। তিনি বলেন, “আদালত ৪২ বার ইভিএমের পক্ষে রায় দিয়েছে”।
২০২০ সালে ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়েছিল, ভোটের ফল প্রকাশিত হয় ১১ ফেব্রুয়ারি। টানা দ্বিতীয় বার ক্ষমতায় ফিরেছিল আপ সরকার, মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। ৬৭টি আসনের মধ্যে ৬২টি আসনে জয় পেয়েছিল আম আদমি পার্টি, বিজেপি জেতে মাত্র ৫টি আসন, কংগ্রেস কোনও আসনই পায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election 2025 Date: দিল্লির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, ৫ ফেব্রুয়ারি ভোট, ৮ তারিখ ফল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement