Crime: ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলাতেই শাস্তি? দুই ছোট বোনের মাথা কেটে খুন দিদির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
পুলিশের অনুমান ১৮ বছরের তরুণীই খুন করেছে দুই বোনকে। অভিযোগ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ট মুহূর্তে দেখে ফেলায় দুই বোনকে হত্যা করে তাদের দিদি।
ঘরে পড়ে দুই শিশুর ধড়হীন দেহ। একজনের বয়স ৪, অন্যজন ৬। উত্তরপ্রদেশের মর্মান্তিক ঘটনায় গ্রেফতার করা হল দুই শিশু কন্যার দিদিকে। পুলিশের অনুমান ১৮ বছরের তরুণীই খুন করেছে দুই বোনকে। অভিযোগ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ট মুহূর্তে দেখে ফেলায় দুই বোনকে হত্যা করে তাদের দিদি।
উত্তরপ্রদেশের এটায়া জেলার বাহাদুরপুর গ্রামের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। বলরাই থানার অন্তর্গত এই গ্রামেই ৬ বছরের সুরভী এবং ৪ বছরের রোশনিকে তাদের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের অভিযোগ দুই শিশুকে খুন করে তাদের দিদি অঞ্জলি পাল। মৃত দুই শিশু এবং অভিযুক্ত তরুণীর বাবা জয়বীর সিং।
কানপুরের রেঞ্জ ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (আইজি) প্রশান্ত কুমার জানিয়েছেন, ১৮ বছরের ওই তরুণী নিজের অপরাধ স্বীকারও করেছেন। ‘‘আমরা এই ঘটনার আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি’’। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, ধারা ৩০২ এবং ২০১ অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় অষ্টাদশী ওই তরুণী ছাড়াও আরও দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
advertisement
মৃত দুই শিশুর বাড়ি থেকে খুনের অস্ত্র হিসেবে একটি কোদাল এবং অভিযুক্তের পরণের জামাকাপড় উদ্ধার হয়েছে। জামাকাপড়ে রক্তের ছিটে ধুয়ে ফেলার চেষ্টা হয়েছে। জামাকাপড় ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে।
পুলিশি রিপোর্ট অনুযায়ী ঘটনার সময় অভিযুক্তের বাবা জয়ভীর, স্ত্রী সুশীলা এবং দুই ছেলে নন্দ কিশোর(১২) এবং কানহাইয়াও(৮) বাড়িতেই ছিলেন। অভিযুক্ত তরুণী অঞ্জলি প্রথমে পুলিশকে বলেন, তিনি বাড়ি ফিরে দুই বোনকে মৃত দেখেন। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথার মধ্যে অসঙ্গতি খুজে পায়। পরে গ্রেফতার করা হয় তরুণীকে।
advertisement
পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে অঞ্জলিকে দেখে ফেলে তার দুই বোন। সেই কারণেই দুই শিশুকে হত্যা করেন ওই তরুণী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 4:27 PM IST