Uddhav Thackeray Resigns: "উদ্ধব ঠাকরের পদত্যাগে আমরা খুশি নই": বিস্ফোরক শিন্ডে শিবিরের বিদ্রোহী বিধায়ক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Shiv Sena Crisis: সূত্রের খবর, বিজেপির দেবেন্দ্র ফড়নবিস সরকার গঠনের দাবি করতে পারেন, শিন্ডে হতে পারেন উপমুখ্যমন্ত্রী।
#মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরের পদত্যাগ “আমাদের জন্য আনন্দের বিষয় নয়”! এমনই মন্তব্য একনাথ শিন্ডে শিবিরের একজন বিদ্রোহী শিবসেনা বিধায়কের। তাঁর ইঙ্গিত, শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে দলের জোটের ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই বিধায়ক। দলের কিছু নেতার মতে দলে সঞ্জয় রাউতের ক্রমবর্ধমান প্রাধান্য বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অস্বস্তির মধ্যে ফেলেছিল।
“উদ্ধব ঠাকরে আমাদের বলা কোনও কথাতেই গুরুত্ব দেননি। আমরা সকলেই দুঃখিত যে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গিয়ে আমরা আমাদের নেতার উপরও রেগে গিয়েছিলাম,” বলেন দলের শিন্ডে শিবিরের মুখপাত্র দীপক কেসরকার। তাঁর কথায়, এনসিপি এবং সঞ্জয় রাউতের কাজই ছিল প্রতিদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক খারাপ করা। একনাথ শিন্ডে এবং তাঁকে সমর্থনকারী ৫০ জন বিধায়ক, যাঁদের মধ্যে ৪০ জনই শিবসেনার, তাঁদের দাবি এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে হবে উদ্ধব ঠাকরেকে৷
advertisement
advertisement
দলের দাবি, তাঁরা আদর্শগতভাবে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে খাপ খান না। তাই এই ‘অস্বাভাবিক’ জোট ভেঙে বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন করতে হবে। আট দিনের রাজনৈতিক অস্থিরতার পরে বুধবার সন্ধ্যায় শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্ট তার আগে রায় দেয় যে রাজ্যপালের নির্দেশ অনুসারে তাঁর সরকারকে আগামীকাল ফ্লোর টেস্ট করতে হবে।
advertisement
শিন্ডের বিদ্রোহের ১৫ জন বিধায়ক নিয়ে উদ্ধব ঠাকরে আদালতকে আস্থা ভোট বন্ধ করতে অনুরোধ করেন। প্রথমে সুরাটে এবং তারপরে গুয়াহাটিতে থাকার পরে বুধবার গোয়াতে উড়ে আসেন বিদ্রোহী বিধায়করা। শিন্ডের দল আদালতে ঘোষণা করে যে তাঁরাই আসল শিবসেনা এবং বিজেপির সঙ্গে তাঁরা নতুন করে জোট গড়তে চায়।
advertisement
উদ্ধব ঠাকরে পদত্যাগ করায় এখন ফ্লোর টেস্টও বাতিল হয়ে গিয়েছে। সূত্রের খবর, বিজেপির দেবেন্দ্র ফড়নবিস সরকার গঠনের দাবি করতে পারেন, শিন্ডে হতে পারেন উপমুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 9:07 AM IST