Maharashtra floor test: আজ শক্তি পরীক্ষা শিন্ডের, আস্থা ভোটের আগে নিশ্চিন্ত মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী

Last Updated:
আজ শিন্ডের শক্তি পরীক্ষা৷
আজ শিন্ডের শক্তি পরীক্ষা৷
#মুম্বাই: আজ মহারাষ্ট্রে শক্তি পরীক্ষা একনাথ শিন্ডে সরকারের৷ বিজেপি-র সহযোগিতায় শিন্ডে সরকার গঠনের পর আজ মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের ডাক দেওয়া হয়েছে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে একনাথ শিন্ডের সরকারের কোনও সমস্যাই হবে না বলে মনে করা হচ্ছে৷
গতকালই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসেবে বিজেপি-র রাহুল নারওয়েকারকে বেছে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে শিবসেনা৷ এই ১৬ জনের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নামও৷
advertisement
মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ নারওয়েকার গতকাল রাতেই একনাথ শিন্ডেকে শিবসেনার পরিষদীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন৷
advertisement
১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করা হবে কি না, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে৷ শেষ পর্যন্ত ১৬ জন বিধায়ককে বরখাস্ত করা হলেও নতুন সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কোনও সমস্যা হবে না৷
advertisement
এই মুহূর্তে বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৬৷ একনাথ শিন্ডে দাবি করেছেন, ৩৯ জন বিদ্রোহী বিধায়ক সহ ৫০ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছেন একনাথ শিন্ডে৷ ফলে ১৬ জন বিধায়ককে বরখাস্ত করা হলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৩৭ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে৷ সেক্ষেত্রেও ১৩৭ জন বিধায়কদের সমর্থন একনাথ শিন্ডে সরকারের পক্ষেই থাকবে৷ ফলে এই আস্থা ভোটকে নিছক আনুষ্ঠানিকতা বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷
advertisement
গতকাল ১৬৪টি ভোট পেয়ে বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হন বিজেপি-প রাহুল নারয়েওয়েকার৷ বিরোধী পক্ষের প্রার্থী রাজন সালভি মাত্র ১০৭টি ভোট পেয়েছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra floor test: আজ শক্তি পরীক্ষা শিন্ডের, আস্থা ভোটের আগে নিশ্চিন্ত মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement