Anubrata Mondal: সুকন্যার বয়ানেই কাল হল অনুব্রতর? ২০৩ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডি-র

Last Updated:

সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ তৃণমূল নেতার ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ইডি৷

সুকন্যা ও অনুব্রত মণ্ডল
সুকন্যা ও অনুব্রত মণ্ডল
কলকাতা: গ্রেফতারির প্রা‍য় সাড়ে আট মাস বাদে অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট জমা দিল ইডি৷ এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি৷ ২০৩ পাতার চার্জশিটের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার নথিও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ তৃণমূল নেতার ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ইডি৷ শুধু তাই নয়, অনুব্রতর বিরুদ্ধে সুকন্যার বয়ানকেই হাতিয়ার করেছেন তদন্তকারীরা৷ চার্জশিটে ইডি দাবি করেছে, জিজ্ঞাসাবাদে সুকন্যা তদন্তকারীদের জানিয়েছেন, বাবার কথা মতোই তিনি চেকে সই করে দিতেন৷ আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানতেন না৷
advertisement
advertisement
এ ছাড়াও অনুব্রত মণ্ডল কতটা প্রভাবশালী, তা বোঝাতে তাঁর দিল্লি যাত্রা আটকাতে দুবরাজপুরের এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় এক বছর পর অনুব্রতকে পুলিশের গ্রেফতারির ঘটনাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ আবার দিল্লি নিয়ে যাওয়ার সময় রাজ্য পুলিশের ঘেরাটোপে থাকা সত্ত্বেও যেভাবে শক্তিগড়ের একটি হোটেলে অনুব্রত প্রাতঃরাশের ফাঁকে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছিলেন, সে বিষয়টিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷
advertisement
ঘটনাচক্রে এ দিনই অনুব্রতর আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত৷ এর আগের দিন শুনানি চলাকালীনই ইডি-র আইনজীবী আদালতে দাবি করেছিলেন, আগামী কয়েক বছর তিহাড় জেলকেই ঘরবাড়ি ভেবে নিতে হবে অনুব্রতকে৷ তার পর পরই অনুব্রতর বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হল৷
তবে এই ধাক্কার মধ্যেই আগামী শনিবার অবশেষে তিহাড় জেলে মেয়ে সুকন্যার সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে সুকন্যাও তিহাড় জেলেই বন্দি রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: সুকন্যার বয়ানেই কাল হল অনুব্রতর? ২০৩ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডি-র
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement