Mamata Banerjee: 'ওকে বারণ করেছিলাম, এখনকার ছেলেদের জেদ বেশি,' অভিষেক প্রসঙ্গে এ কী কথা মমতার

Last Updated:

Mamata Banerjee: সভা থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন বিরোধী দলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইংরেজবাজার: মালদহের ইংরেজবাজারে নবজোয়ার কর্মসূচিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ ভাবে কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন বিরোধী দলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক বয়সে ছোট। দুবার এমপি৷ ওকে বারণ করেছিলাম। এই দুর্যোগে এই প্রোগ্রাম না নিতে৷ কিন্তু এখনকার ছেলে মেয়েদের জেদ বেশি। তাঁরা মনে করে রাস্তায় থেকে মানুষকে চিনি। আর এটাই ওদের নব জোয়ার যাত্রা।” অভিষেক প্রসঙ্গে মমতা আরও বলেন, “এক্সাসাইজ করার সময় পাচ্ছে না। তাই স্টেজে হেঁটে হেঁটে করছে। স্টেজে একটাও চেয়ার নেই।”
advertisement
advertisement
মমতা বলেন, “আমি একটা বড় কিমি যাত্রা করেছিলাম। বেলপাহাড়ি থেকে সিপিএম ঢুকতে দেয়নি। আমি জোগ্রামে ঢুকে পড়েছিলাম। দেখলাম আদিবাসী পরিবারে রান্না হচ্ছে। কাঠ পিঁপড়ে আর গাছের শিকর দিয়ে রান্না করতেন। আমি অনাহার দেখে এসেছিলাম। সাঁকরাইলে গিয়ে দেখে এসেছিলাম মাওবাদী উপদ্রুত এলাকায়। কিছুই ছিল না সেখানে। আমলাশোলের কথা অনেকের মনে নেই। দলের ইতিহাস জানতে হবে। আমি একটা জীবন্ত লাশ, আদিবাসী মহিলাদের বলছিলাম।”
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, “রটে গিয়েছিল, আমি মারা গিয়েছি নাকি, সংসদ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি লড়াই করে, কষ্ট করে একটা দল তৈরি করেছি। প্রচুর ঘটনা আছে৷ অনেকে জানেন না। পারলে উপলব্ধি বইটা পড়বেন। ওখানে লেখা আছে।”
advertisement
মমতা বলেন, “দিল্লিতে কুস্তিগীরদের আন্দোলনে মেয়েদের মেরেছে। কটা কেন্দ্রীয় দল গেছে। আমি কারও মৃত্যু চাই না। আমি মৃত্যুর রাজনীতি চাই না। আমি মানবিক রাজনীতি করি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: 'ওকে বারণ করেছিলাম, এখনকার ছেলেদের জেদ বেশি,' অভিষেক প্রসঙ্গে এ কী কথা মমতার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement