ED: আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে ইডি
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
সঞ্জয় বসুর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে।
নয়াদিল্লি: আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। শুনানি আগামী সপ্তাহে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত সঞ্জয় বসুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। কলকাতা হাইকোর্ট আরও জানায়, সঞ্জয় বসুকে নোটিশ দেওয়া যাবে না বা তাঁর বাড়িতে তল্লাশি চালানো যাবে না। কোনও সম্পত্তি বা কিছু বাজেয়াপ্ত করতেও পারবে না তারা। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি।
দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট সঞ্জয় বসুকে পাঠানো ইডি-র সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ১০ মার্চের সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয আদালত। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ইডি-র সামনে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে। আদালতের নির্দেশ ছাড়া অফিস এবং বাড়িতে কোন তল্লাশি করতে পারবে না ইডি।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?
advertisement
advertisement
সঞ্জয় বসুর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে। ইডি আদালতে দাবি করে, 'মামলাকারীর কাছে বিকল্প আইনি পথ রয়েছে। তিনি FIR/ ECIR খারিজের আবেদন জানাতে পারেন। তিনি চাইলে আগাম জামিনের আবেদন জানাতে পারেন। নিয়ম অনুযায়ী এই আবেদন সিঙ্গেল বেঞ্চের কাছে জানাতে হয়। ডিভিশন বেঞ্চে কেন এসেছেন ? ২০১৪ সালে পিনকন সংস্থা সঞ্জয় বসুকে তাদের আইনি বিষয় দেখার জন্য অগ্রিম হিসাবে ৮৩ লাখ টাকা দিয়েছিল। ২০২১ সালে তিনি ৭০ লাখ টাকা ফেরত দিয়েছিলেন এই যুক্তিতে যে তিনি ওই অঙ্কের টাকার কোন আইনি পরিষেবা দেননি। তিনি খাতায় কলমে পিনকনের আইনজীবী ছিলেন না। সংস্থার ডিরেক্টরদের সাজা হওয়ার পর টাকার গতিপথ খুঁজতে গিয়ে আমরা সঞ্জয় বসুকে সমন পাঠাই। ২০২১ সালে আমরা প্রথম সমন পাঠিয়েছিলাম। সমন পাঠানোর আগেই হয়ত টাকা ফেরত ৭০ লক্ষ টাকা।'
advertisement
যদিও ইডি-র যুক্তি খারিজ করে দিয়ে সঞ্জয় বসুুকেই স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট{ এবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গেল ইডি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
March 18, 2023 6:19 PM IST