ED: আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে ইডি

Last Updated:

সঞ্জয় বসুর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে। 

সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি: আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। শুনানি আগামী সপ্তাহে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত সঞ্জয় বসুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। কলকাতা হাইকোর্ট আরও জানায়, সঞ্জয় বসুকে নোটিশ দেওয়া যাবে না বা তাঁর বাড়িতে তল্লাশি চালানো যাবে না। কোনও সম্পত্তি বা কিছু বাজেয়াপ্ত করতেও পারবে না তারা। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি।
দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট সঞ্জয় বসুকে পাঠানো ইডি-র সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ১০ মার্চের সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয আদালত। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ইডি-র সামনে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে। আদালতের নির্দেশ ছাড়া অফিস এবং বাড়িতে কোন তল্লাশি করতে পারবে না ইডি।
advertisement
advertisement
সঞ্জয় বসুর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে।  ইডি আদালতে দাবি করে, 'মামলাকারীর কাছে বিকল্প আইনি পথ রয়েছে। তিনি FIR/ ECIR খারিজের আবেদন জানাতে পারেন। তিনি চাইলে আগাম জামিনের আবেদন জানাতে পারেন। নিয়ম অনুযায়ী এই আবেদন সিঙ্গেল বেঞ্চের কাছে জানাতে হয়। ডিভিশন বেঞ্চে কেন এসেছেন ? ২০১৪ সালে পিনকন সংস্থা সঞ্জয় বসুকে তাদের আইনি বিষয় দেখার জন্য অগ্রিম হিসাবে ৮৩ লাখ টাকা দিয়েছিল। ২০২১ সালে তিনি ৭০ লাখ টাকা ফেরত দিয়েছিলেন এই যুক্তিতে যে তিনি ওই অঙ্কের টাকার কোন আইনি পরিষেবা দেননি। তিনি খাতায় কলমে পিনকনের আইনজীবী ছিলেন না। সংস্থার ডিরেক্টরদের সাজা হওয়ার পর টাকার গতিপথ খুঁজতে গিয়ে আমরা সঞ্জয় বসুকে সমন পাঠাই। ২০২১ সালে আমরা প্রথম সমন পাঠিয়েছিলাম। সমন পাঠানোর আগেই হয়ত টাকা ফেরত ৭০ লক্ষ টাকা।'
advertisement
যদিও ইডি-র যুক্তি খারিজ করে দিয়ে সঞ্জয় বসুুকেই স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট{ এবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গেল ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ED: আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে ইডি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement