Arpita Mukherjee Arrest: দাম দেড় কোটিরও বেশি, গ্রেফতার হতেই অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খুঁজছে ইডি

Last Updated:

এর মধ্যে অডি এ ফোর এবং হন্ডা সিটি গাড়ি দু'টি রয়েছে অর্পিতার নামেই৷

চারটি গাড়ির মধ্যে দু'টি রয়েছে অর্পিতার নামেই৷
চারটি গাড়ির মধ্যে দু'টি রয়েছে অর্পিতার নামেই৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: যত জেরা এগোচ্ছে, ততই অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন নতুন সম্পত্তির হদিশ পাচ্ছে ইডি৷ উঠে আসছে চমকে দেওয়ার মতো তথ্য! এবার ইডি সূত্রে জানা গেল, অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই টালিগঞ্জের ডায়মন্ড সিটির আবাসন থেকে উধাও হয়ে গিয়েছে চারটি বহুমূল্য গাড়ি৷ এর মধ্যে দু'টি গাড়ি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে৷ গাড়িগুলি কোথায় গেল, তারও সন্ধানে নেমেছে ইডি৷
ইডি সূত্রে খবর, এই চারটি গাড়ির মধ্যে রয়েছে অডি এ ফোর, হন্ডা সিটি, হন্ডা সিআরভি এবং একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি৷ সবমিলিয়ে যে চারটি গাড়ির দাম দেড় কোটি টাকারও বেশি৷
advertisement
টালিগঞ্জের ডায়মন্ড সিটির এই আবাসনেই থাকতেন অর্পিতা৷ গত শুক্রবার এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় বাইশ কোটি টাকা উদ্ধার করেন ইডি কর্তারা৷ এর পরেই একে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷
advertisement
নিখোঁজ ওই চারটি গাড়ির নম্বরও এসেছে ইডি-র হাতে৷ গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত অনলাইন সাইটের তথ্য অনুযায়ী, অডি এ ফোর গাড়িটির দাম কমবেশি ৫০ লক্ষ টাকা৷ হন্ডা সিআরআভি গাড়িটির দাম তিরিশ লক্ষ টাকার উপরে৷ এর মধ্যে সবথেকে দামি মার্সিডিজ বেঞ্জ৷ মডেল অনুযায়ী যার দাম ৬০ থেকে ৭০ লক্ষের মধ্যে৷ আর হন্ডা সিটির দাম ১৪ লক্ষ টাকার আশেপাশে৷
advertisement
এর মধ্যে অডি এ ফোর এবং হন্ডা সিটি গাড়ি দু'টি রয়েছে অর্পিতার নামেই৷ মার্সিডিজ বেঞ্জটির মালিকানা রয়েছে শ্রীরাম হাইটস নামে রিয়েল এস্টেট সংস্থার নামে৷
ইডি কর্তারা জানতে পেরেছেন, এই চারটি গাড়ির মধ্যে দু'টি গাড়ি রয়েছে অর্পিতার নিজেরই নামে৷ ফলে গাড়ি উধাওয়ের পিছনেও রহস্য রয়েছে বলে নিশ্চিত ইডি৷ গাড়িগুলি অর্পিতাই কিনেছিলেন, নাকি কেউ তাঁকে কিনে দিয়েছিল, সে সমস্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Arpita Mukherjee Arrest: দাম দেড় কোটিরও বেশি, গ্রেফতার হতেই অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খুঁজছে ইডি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement