Arpita Mukherjee: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! কী হবে এই টাকার? কারা পাবে এই টাকার ভাগ? জানুন

Last Updated:

Arpita Mukherjee: অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই যে এত কোটি কোটি টাকা উদ্ধার করা হল, কী হবে সেই টাকার? সাধারণ মানুষ কী কোনওভাবে এই টাকায় উপকৃত হবে? কার অধিকার এই টাকায়? জানুন

# কলকাতা:  টেট কাণ্ড নিয়ে রাজ্যে এখন শোরগোল। কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। এ খবর আর নতুন নয়। হৈ হৈ পড়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি নগদ টাকা। উদ্ধার হয়েছে সোনা হদিশ মিলছে বহু বেনামি সম্পত্তির। দুদিনে অর্পিতার বাড়ি থেকে ইডি ‌যা টাকা উদ্ধার করেছে তা গুনতে হাঁপিয়ে উঠছেন ব্যাঙ্কের কর্মিরা। অত্যাধুনিক মেশিন দিয়েও টাকা গুনতে কালঘাম ছুটছে তাদের। আর এই টাকা উদ্ধার এপিসোডে হাঁ করে দর্শকের ভূমিকায় আম জনতা। কপালে ঘাম জমছে পড়শিদের ‌যে এত টাকা ছিল এই বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে। রাস্তায় চাপা গু‌ঞ্জন ইস! এই ট্রাঙ্কে ভরা টাকা! এক বান্ডিলও ‌যদি পেতাম আমি। সত্যিই একসাথে এতো বেআইনি টাকা উদ্ধারের ঘটনা এ রাজ্যে আগে দেখেনি কেউ। আর মিডিয়ার দৌলতে এই ২০০০ আর ৫০০ টাকার নোটের বান্ডিল দেখে অনেকেই ভিড়মি খাচ্ছেন। এখন প্রত্যেকেরই প্রশ্ন একটাই, কী হবে এই টাকার?
আসুন জানা ‌যাক আইন কী বলছে? ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হল একটি কেন্দ্রের সংস্থা। এই সংস্থার মূল কাজ হল বেআইনি অর্থের তথ্য নেওয়া। দেশের ‌যে PML ACT রয়েছে ‌যা হল প্রিভেনশন অফ মানি লন্ড্রারিং অ্যাক্ট।এই আইন অনু‌যায়ী কাজ করে এই দফতর। এই বেআইনি নগদ ‌যা উদ্ধার করা হচ্ছে তা সবটাই ‌যাবে সরকারের কোষাগারে। মূল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জমা থাকবে এই বাজেয়াপ্ত টাকা। বিশিষ্ট আইনজীবী সুব্রত ঘোষ বলেন, এই আইন অনু‌যায়ী বাজেয়াপ্ত টাকার মালিক সরকার। এই টাকা বাজারের টাকা। সরকারের টাকা। তাকে এক জায়গায় বেআইনিভাবে মজুত করা ‌যায় না। অভি‌যুক্ত অর্পিতা ‌যদি এই টাকার উৎস দেখাতে পারেন তবে এ টাকা তার। কিন্তু ‌যদি তিনি না দেখাতে পারেন তাহলে টাকা ‌যাবে সরকারি কোষাগারে। এই ধরনের অপরাধের শাস্তিও হয় মারাত্মক। সর্বোচ্চ শাস্তি ‌যাবজ্জীবন। তাছাড়া এই মামলায় জামিনও হয় না। গতকালই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এই অপরাধ জামিন ‌যোগ্য নয়। এ কে বলা হয় economic offence is an calculated offence most of the commuting elite class.
advertisement
advertisement
এ বিষয়ে অর্থনীতির অধ্যাপক বনকুমার ঘোষের বক্তব্য, এই প্রায় ৫০ কোটি টাকা,‌যে টাকা বাজারের টাকা তা এক জায়গায় জমা হয়ে পাথরের মতো রইল। ফলে বাজার অর্থনীতির একটা অংশের টাকা কমে গেলে তার প্রভাব রাজ্য তথা দেশের অর্থনীতিতে পড়তে বাধ্য। এতে ক্ষতি হবে চাকরি, শিক্ষা ও শিল্পের। বাজারে অব্যবহৃত ও কুক্ষিগত টাকা অর্থনীতিকেই ধ্বংস করে। আর এর প্রভাব পড়বে সমগ্র অর্থনীতির উপর।
advertisement
তাহলে এই টাকার কী হবে? অর্পিতা মুখার্জি এই টাকার উৎস জানাতে না পারলে তা জমা হবে রিজার্ভ ব্যাঙ্কে। আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে ‌যদি সরকার মনে করে তাহলে এই সমস্ত নোটের নম্বর মিলিয়ে তা আবার ব্যাঙ্কের মাধ্যমে বাজারে ছাড়তে পারে ধীরে ধীরে। আবার সরকার বিশেষ কোনও খাতে উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারে। এখন কবে এই মামলার ‌যবনিকা হয় সেটাই এখন দেখার। পাশাপাশি আরও টাকা উদ্ধার হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
advertisement
পূর্ণেন্দু মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! কী হবে এই টাকার? কারা পাবে এই টাকার ভাগ? জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement