Naresh Goyal Arrested: ৫৩৮ কোটি টাকার আর্থিক প্রতারণা! দিনভর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Naresh Goyal Arrested: ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাসে। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে এফআইআর-এর ভিত্তিতে মামলা দায়ের করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
কানাড়া ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় গ্রেফতার করা হল জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলকে। তাঁর নামে প্রায় ৫৩৮ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। শুক্রবার গ্রেফতারির আগে অবশ্য তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এলএফআইও)-এ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলেন ৭৪ বছর বয়সী নরেশ গোয়েল। কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসাররা নিয়ে যান তাঁকে। আসলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আগেও দু’বার তাঁকে তলব করেছিল। তবে ওই দু’বারই সেখানে উপস্থিত হতে পারেননি তিনি। অবশেষে গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাসে। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে এফআইআর-এর ভিত্তিতে মামলা দায়ের করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গত ৫ মে, ২০২৩ তারিখে গোয়েলের বাসভবন এবং অফিস-সহ মুম্বইয়ের মোট ৭টি জায়গায় তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। শুধু গোয়েল নন, তাঁর স্ত্রী অনিতা এবং সংস্থার কয়েক জন প্রাক্তন কর্মীর বিরুদ্ধেও এই আর্থিক প্রতারণার মামলায় যুক্ত থাকার প্রমাণ মেলে।সিবিআই-এর ওই এফআইআর-এ বলা হয়েছে যে, গত বছরের ১১ নভেম্বর জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসের অপরাধমূলত লঙ্ঘন এবং অপরাধমূলক অসদাচারণের অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতে এ-ও দাবি করা হয়েছিল যে, অনিতা নরেশ গোয়েল, গৌরাঙ্গ আনন্দ শেঠি, কিছু সরকারি কর্মচারী এবং অন্যান্যরা কানাড়া ব্যাঙ্কের এই ৫৩৮.৬২ কোটি টাকা ক্ষতির জন্য দায়ী। এই অভিযোগপত্রে স্বাক্ষর করেছিলেন খোদ কানাড়া ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার পি সন্তোষ।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে পরিষেবা প্রদানের পরে ২০১৯ সালের এপ্রিল মাসে বন্ধ হয়ে যায় বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। কারণ হিসেবে জানানো হয় যে, পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে, তা ওই বিমান সংস্থার হাতে নেই। এর ফলে তারা প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2023 12:50 PM IST








