অসম: সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম। আজ বিকেল ৪ টে বেজে ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎস স্থল অসমের গুয়াহাটি থেকে ১৮ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। আফসিনের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের কম্পণের তীব্রতা ৪। আফসিন তুরস্কের একটি শহর। জানা গিয়েছে, ভূমিকম্পটি আসে ভোর ৪.২৫ মিনিটে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজারের বেশি। লাখ লাখ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের জেরে ভারত-সহ বিভিন্ন দেশের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল ভারত-সহ বিভিন্ন দেশের তরফ থেকে।
অন্যদিকে, শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা ও পর্যটন এলাকা বালিতে প্রবল ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের উপকূলীয় শহর তুবান থেকে ৯৬.৫ কিলোমিটার উত্তরে ৫৯৪ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল ৭.০।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Earthquake, Earthquake in India