Earthquake: ফেব্রুয়ারিতে মৃত্যু হয়েছিল ৫০ হাজার মানুষের! ফের ভূমিকম্প তুরস্কে, বাড়ছে আতঙ্ক

Last Updated:

Earthquake: সোমবার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে

ফের ভূমিকম্প তুরস্কে
ফের ভূমিকম্প তুরস্কে
আফসিন: ফেব্রুয়ারির শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক এবং সিরিয়া। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষের। এবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। দেশটির আফসিনের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের কম্পণের তীব্রতা ৪।
জানা গিয়েছে, সোমবার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে। এর তীব্রতা রিখটার স্কেলে ৪.০। আফসিন তুরস্কের একটি শহর। জানা গিয়েছে, ভূমিকম্পটি আসে ভোর ৪.২৫ মিনিটে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজারের বেশি। লাখ লাখ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের জেরে ভারত-সহ বিভিন্ন দেশের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল ভারত-সহ বিভিন্ন দেশের তরফ থেকে।
advertisement
advertisement
অন্যদিকে, শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা ও পর্যটন এলাকা বালিতে প্রবল ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের উপকূলীয় শহর তুবান থেকে ৯৬.৫ কিলোমিটার উত্তরে ৫৯৪ কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল ৭.০।
advertisement
ইন্দোনেশিয়ার ভূকম্পণ গবেষণা সংস্থা জানিয়েছে, এর জেরে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Earthquake: ফেব্রুয়ারিতে মৃত্যু হয়েছিল ৫০ হাজার মানুষের! ফের ভূমিকম্প তুরস্কে, বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement