Earthquake Today: আবারও ভূমিকম্প ! গভীর রাতে কেঁপে উঠল নেপাল, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও ছড়াল আতঙ্ক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Earthquake Today in India: বৃহস্পতিবার রাত ২টা ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫ ।
কলকাতা: গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে বিহারেও। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত নেপালে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে একাধিক বাড়ি এবং অন্যান্য জায়গায় ফাটল ধরেছে। কোথাও বড় ক্ষতি হয়েছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখছে। ভূমিকম্পে বিহার, সিকিম, দার্জিলিং, শিলিগুড়িতেও বাড়িঘর কেঁপে উঠেছে। আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ভূমিকম্পের মাত্রা বেশ জোরাল ছিল বলেই আন্দাজ করা হচ্ছে।
আরও পড়ুন– রাশিফল ২৮ ফেব্রুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের বাগমতী প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার রাত ২টো ৩৬ মিনিটে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এদিন কেঁপে ওঠে পাকিস্তানেরও কিছু অংশ ৷
advertisement
advertisement
An earthquake with a magnitude of 5.5 on the Richter Scale hit Nepal at 2.36 IST today.
(Source – National Center for Seismology) pic.twitter.com/OtockGLncO
— ANI (@ANI) February 27, 2025
ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় গভীর রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 8:09 AM IST