Earthquake News: ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Earthquake News: অসম ও উত্তর-পূর্বাঞ্চলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি মণিপুরে, যার মাত্রা ছিল ৩.৫ রিখটার, আর দ্বিতীয়টি কার্বি আংলঙে, যার মাত্রা ছিল ৩.১ রিখটার।
গুয়াহাটি: অসম ও উত্তর-পূর্বাঞ্চল ফের ভূমিকম্পে কেঁপে উঠল। মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে।
জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মণিপুরে, যার তীব্রতা ছিল ৩.৫ রিখটার স্কেলে। কিছুক্ষণ পরেই দ্বিতীয় ভূমিকম্প হয় অসমের কার্বি আংলং জেলায়, যার মাত্রা ছিল ৩.১ রিখটার।
advertisement
এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পরপর দুটি ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এই ধরনের কম্পন মাঝেমধ্যেই অনুভূত হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভবিষ্যতে আরও ভূমিকম্পের সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকতে হবে।
advertisement
অসম ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন হতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং জরুরি পরিষেবাগুলি সতর্ক অবস্থায় রয়েছে।
ভূমিকম্পের সময় নিরাপদ থাকতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন—
advertisement
১. ভেতরে থাকলে:
২. বাইরে থাকলে:
advertisement
৩. গাড়িতে থাকলে:
advertisement
ভূমিকম্পের পর আফটারশক হতে পারে, তাই সতর্ক থাকুন এবং জরুরি সাহায্যের জন্য প্রশাসনের নির্দেশ অনুসরণ করুন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 11:34 PM IST

