Earthquake News: ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প...

Last Updated:

Earthquake News: অসম ও উত্তর-পূর্বাঞ্চলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি মণিপুরে, যার মাত্রা ছিল ৩.৫ রিখটার, আর দ্বিতীয়টি কার্বি আংলঙে, যার মাত্রা ছিল ৩.১ রিখটার।

ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প...
ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প...
গুয়াহাটি: অসম ও উত্তর-পূর্বাঞ্চল ফের ভূমিকম্পে কেঁপে উঠল। মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে।
জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মণিপুরে, যার তীব্রতা ছিল ৩.৫ রিখটার স্কেলে। কিছুক্ষণ পরেই দ্বিতীয় ভূমিকম্প হয় অসমের কার্বি আংলং জেলায়, যার মাত্রা ছিল ৩.১ রিখটার।
advertisement
এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পরপর দুটি ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এই ধরনের কম্পন মাঝেমধ্যেই অনুভূত হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভবিষ্যতে আরও ভূমিকম্পের সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকতে হবে।
advertisement
অসম ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন হতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং জরুরি পরিষেবাগুলি সতর্ক অবস্থায় রয়েছে।
ভূমিকম্পের সময় নিরাপদ থাকতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন—
advertisement

১. ভেতরে থাকলে:

  • শক্ত কোনো টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিন।
  • দেয়াল, জানালা, দরজা বা ভারী আসবাব থেকে দূরে থাকুন।
  • মাথা ও ঘাড় সুরক্ষিত রাখতে হাত দিয়ে ঢেকে রাখুন।
  • ২. বাইরে থাকলে:

    advertisement
    • ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি ও সেতু থেকে দূরে যান।
    • খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ুন এবং স্থির থাকুন যতক্ষণ না কম্পন থামে।
    • ৩. গাড়িতে থাকলে:

      • গাড়ি থামিয়ে রাখুন, তবে ওভারব্রিজ বা বড় বিল্ডিংয়ের নিচে নয়।
      • advertisement
      • ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
      • ভূমিকম্পের পর আফটারশক হতে পারে, তাই সতর্ক থাকুন এবং জরুরি সাহায্যের জন্য প্রশাসনের নির্দেশ অনুসরণ করুন।
        view comments
        বাংলা খবর/ খবর/দেশ/
        Earthquake News: ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প...
        Next Article
        advertisement
        বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
        তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
        • বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট!

        • বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব!

        • লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

        VIEW MORE
        advertisement
        advertisement