Baby Found in Dustbin: নবজাতক মেয়ে! গলা কেটে আবর্জনায় ফেলেছিল ঠাকুমা, অবিশ্বাস্য লড়াই জারি পিহুর...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Baby Found in Dustbin: ঘরে কন্যা সন্তান জন্ম নেয়৷ গলা কেটে শিশুটিকে আবর্জনায় ফেলে আসে মা ও ঠাকুমা৷ তারপর, জানুন ঘটনাটি...
রাজগড়: মধ্যপ্রদেশে একইসঙ্গে একটি নিষ্ঠুর ও অলৌকিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এক শিশুকে হত্যার চেষ্টা করেছিল তারই ঠাকুমা। ওই শিশুকন্যাকে এরপর পুনরুদ্ধার করা হয়। পিহু নামের নবজাতক এখনও বেঁচে আছে, এবং মৃত্যুর সঙ্গে লড়াই জারি রয়েছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় শহরে ঘটেছিল, যেখানে পিহু জন্মগ্রহণ করেছিল। তার ঠাকুমা গলা কেটে নবজাতক মেয়েটিকে জন্মের পরপরই একটি আবর্জনার বিনে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে।
advertisement
পিহুর উদ্ধারের কাহিনী আরও চমকে দেওয়ার মতো। পথচারীরা প্রথমে বুঝতে পারেনি। পরে তার কান্না শুনে শিশুটিকে উদ্ধার করা হয়। খবর পেতেই পুলিশ শিশুটিকে সিভিল হাসপাতালে নিয়ে যায়। এমনটাই জানিয়েছেন, পচোর পুলিশ স্টেশন ইন-চার্জ অখিলেশ ভার্মা। সিভিল সার্জন ডঃ পিএস পার্মার জানিয়েছেন যে নবজাতকের গলায় একটি ধারালো অস্ত্রে কাটা হয়।
advertisement
তবে, মেয়েটি ভুপালের কমলা নেহরু হাসপাতালের ডাক্তার এবং নার্সদের নিরলস প্রচেষ্টার পর বেঁচে যায়। তার গলার কাটা গভীর ছিল কিন্তু সৌভাগ্যক্রমে খুব বেশি শিরা এবং ধমনীর ক্ষতি হয়নি। একাধিক সার্জারি করা হয়, যেখানে সার্জনরা রক্তনালীগুলি মেরামত করেন।
শিশুটি বেঁচে থাকার জন্য সাহসী লড়াই করেছিল কারণ তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। এক মাস পর, ডাক্তাররা তাকে বিপদমুক্ত ঘোষণা করেন এবং শুক্রবার তাকে ছেড়ে দেন।
advertisement
কমলা নেহরু হাসপাতালের HOD ধীরেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, “আমাদের এক মাসেরও বেশি সময় লেগেছে। তার গুরুতর আঘাত ছিল, কিন্তু সে ছোট হলেও দারুণ লড়াই করেছে, সাহস দেখিয়েছে। পিহু এখন বিপদমুক্ত। আমরা ওকে শিশু কল্যাণ কমিটির অনুমতি নিয়ে রাজগড়ের একটি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করেছি।”
আরও পড়ুন: ৪ বছরে ৪টি ‘ভুয়ো বিয়ে’, বাংলাদেশি মহিলার গৃহ নির্যাতনের অভিযোগে বারবার ফাঁসে এপারের পুরুষরা! তারপর…
advertisement
পুলিশ আগে একটি মামলা নথিভুক্ত করেছিল এবং অপরাধের পিছনে যারা ছিল তাদের ট্র্যাক করার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করেছিল। পিহুর মা এবং ঠাকুমাকে অপরাধে তাদের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এর আগে, এমনই এক ঘটনা উত্তরপ্রদেশের ললিতপুরে ঘটে৷ এক নবজাতক শিশুর মৃতদেহ একটি প্লাস্টিকের ব্যাগে ফেলে দেওয়া হয়েছিল এবং কুকুর তার মাথা ছিঁড়ে ফেলেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 3:52 PM IST