Monsoon Rain in Kolkata: সুখবর! তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে এবার আগেভাগেই দেশে আসছে বর্ষা! জেনে নিন প্রথম বৃষ্টি কবে!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Early Monsson Arrival in India: আগামী পাঁচ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক হারে হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে।
Monsoon 2022: এবার বর্ষা আসবে তাড়াতাড়িই! বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাসে জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এই বছরের নির্ধারিত সময়ের আগেই ঢুকে পড়তে চলেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ মে দেশে প্রথম মৌসুমী বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। “দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ১৫ মে, ২০২২-এ দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে,” এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
ভারতের বেশ কয়েকটি অংশ তীব্র তাপপ্রবাহের জেরে একেবারে নাজেহাল। বর্ষার পূর্বাভাস সেই ফোস্কা পড়া গরমের হাত থেকে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। আগামী পাঁচ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক হারে হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ মে এবং ১৬ মে দক্ষিণ আন্দামান সাগরে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে, একই সঙ্গে ঝড়ো আবহাওয়ারও সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, স্কাইমেট জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ মাস ধরে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে। এই নিয়ে টানা চার বছর স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা হবে এই দেশে। কেরলে বর্ষার স্বাভাবিক সূচনার সময় হল ১ জুন।
টাইমস নাওয়ের একটি প্রতিবেদন অনুসারে, উত্তর-পূর্বের রাজ্য অসম এবং মেঘালয়ে ১২ মে থেকে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ১২ মে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ১৩-১৬ মে এর মধ্যে ভারী থেকে খুব ভারী বর্ষণ হতে পারে। কেরল, মাহে এবং লাক্ষাদ্বীপে আগামী পাঁচ দিনে মোটামুটি হালকা বৃষ্টিপাত হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 5:01 PM IST