ইসলামপুর, চোপড়া ব্লকের বৃষ্টির জলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইসলামপুর মহকুমায় প্রচুর ত্রাণ মজুত আছে।
#ইসলামপুর: ইসলামপুর ব্লকে বৃষ্টির জল নামাতে ৩১ নম্বর জাতীয় সড়ক ইসলামপুর বাইপা কেটে দেওয়া, চোপড়া ব্লকের হাঁসখারি গ্রামে বৃষ্টির জল চাবাগান,আনারস বাগান এবং ধান চাষ জলের তোড়ে ভেষে যায়।আজ ওই সমস্ত এলাকা পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।এছাড়াও গতকাল চোপড়া বিডিও অফিসে ত্রাণ লুঠ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে না চাইলেও জেলা শাসক জানিয়েছে রাজ্য সরকার তাদের পর্যাপ্ত ত্রাণ দিয়েছে।ত্রাণের কোন অভাব নেই।যারা প্রকৃত ক্ষতিগ্রস্থ বিডিও মহকুমা শাসক এলাকা পরিদর্শন করে তাদের ত্রাণের ব্যবস্থা করতে পারেন। তিনি বিডিও মহকুমা শাসকদের এই নির্দেশ দিলেন।
ইসলামপুর মহকুমায় প্রচুর ত্রাণ মজুত আছে। এছাড়াও লাগাতর বৃষ্টির কারনে যে সমস্ত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অবিলম্বে সেগুলো মেরামতি করার নির্দেশ দিয়েছে বলে গ্রামবাসিদের আশ্বস্ত করেছেন। চোপড়া ব্লকের হাঁসখাড়ি গ্রামের ক্ষতিগ্রস্থ গ্রামবাসি জানিয়েছেন, বৃষ্টির জলে যে পরিমান ফসল ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরনের জন্য জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে। কৃষিদপ্তরের মাধ্যমে সেই ক্ষতিপূরন দেবার আশ্বাস দিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।
advertisement
Uttam Paul
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2020 3:56 PM IST