Spicejet gets show cause notice: ১৮ দিনে ৮ বার বিমানে বিভ্রাট, স্পাইসজেটকে শো কজ নোটিস ডিজিসিএ-র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ডিজিসিএ-এর তদন্তে স্পষ্ট যে স্পাইসজেটের অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেই ঘাটতি রয়েছে৷
#দিল্লি: একের পর এক বিমানে গোলযোগের ঘটনা৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযু্ক্ত বিমানসংস্থা স্পাইসজেট৷ যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ায় শেষ পর্যন্ত স্পাইসজেটকে শো কজ করল ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন৷ কেন বার বার তাদের বিমানে গোলযোগ দেখা দিচ্ছে, সেই প্রশ্নের ব্যাখ্যা চেেয় বিমানসংস্থাকে নোিটস পাঠানো হয়েছে৷ ডিজিসিএ-এর এই নোটিসে সংস্থার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷
গতকালই স্পাইসজেটের দু'টি বিমানে গোলযোগের অভিযোগ সামনে আসে৷ প্রথমে দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানে গোলযোগের কারণে সেটি করাচি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়৷ এর পরে আবার সংস্থার কলকাতা থেকে চিনগামী একটি কার্গো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি কলকাতােতই ফিরে আসতে বাধ্য হয়৷ এই নিয়ে গত আঠারো দিনে স্পাইসজেটের ১৮টি বিমানে বিভ্রাট দেখা দিল৷
advertisement
advertisement
এই ঘটনাগুলির কথা উল্লেখ করে ডিজিসিএ-এর তরফে স্পাইসজেটকে লেখা হয়েছে, 'একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে বিমানগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েও যেখান থেকে উড়েছিল সেখানে ফিরে আসতে বাধ্য হয়েছে৷ অথবা যাত্রী নিরাপত্তার সঙ্গে আপোস করেই অবতরণে বাধ্য হয়েছে৷'
advertisement
নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ডিজিসিএ-এর তদন্তে স্পষ্ট যে স্পাইসজেটের অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেই ঘাটতি রয়েছে৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ যার পরিণতিতে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হয়েছে৷ নোটিসে আরও অভিযোগ করা হয়েছে, সংস্থার তরফে যন্ত্রাংশ সরবরাহকারীদের প্রাপ্য অর্থও সময়মতো মেটানো হচ্ছে না৷ যার ফলে প্রয়োজনীয় যন্ত্রাংশেরও অভাব দেখা িদচ্ছে৷ শোকজ নোটিসে স্পষ্ট লেখা হয়েছে, 'তদন্তে পরিষ্কার যে স্পাইসজেট নিরাপদ, নির্ভরযোগ্য এবং যথাযথ বিমান পরিেষবা দিতে ব্যর্থ৷'
advertisement
স্পাইসজেটকে শো কজ নোটিসের ছবি পোস্ট করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ট্যুইটারে লেখেন, 'যাত্রী নিরাপত্তাই সবার উপরে৷ ন্যূনতম গাফিলতি নজরে এলেও তা বিশদে তদন্ত করে সংশোধন করা হবে৷'
গত তিন বছর ধরেই লোকসানে চলছে স্পাইসজেট৷ গত আর্থিক বর্ষেও সংস্থার ক্ষতির পরিমাণ ছিল ৯৯৮ কোটি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2022 3:53 PM IST