Spicejet gets show cause notice: ১৮ দিনে ৮ বার বিমানে বিভ্রাট, স্পাইসজেটকে শো কজ নোটিস ডিজিসিএ-র

Last Updated:

নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ডিজিসিএ-এর তদন্তে স্পষ্ট যে স্পাইসজেটের অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেই ঘাটতি রয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: একের পর এক বিমানে গোলযোগের ঘটনা৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযু্ক্ত বিমানসংস্থা স্পাইসজেট৷ যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ায় শেষ পর্যন্ত স্পাইসজেটকে শো কজ করল ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন৷ কেন বার বার তাদের বিমানে গোলযোগ দেখা দিচ্ছে, সেই প্রশ্নের ব্যাখ্যা চেেয় বিমানসংস্থাকে নোিটস পাঠানো হয়েছে৷ ডিজিসিএ-এর এই নোটিসে সংস্থার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷
গতকালই স্পাইসজেটের দু'টি বিমানে গোলযোগের অভিযোগ সামনে আসে৷ প্রথমে দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানে গোলযোগের কারণে সেটি করাচি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়৷ এর পরে আবার সংস্থার কলকাতা থেকে চিনগামী একটি কার্গো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি কলকাতােতই ফিরে আসতে বাধ্য হয়৷ এই নিয়ে গত আঠারো দিনে স্পাইসজেটের ১৮টি বিমানে বিভ্রাট দেখা দিল৷
advertisement
advertisement
এই ঘটনাগুলির কথা উল্লেখ করে ডিজিসিএ-এর তরফে স্পাইসজেটকে লেখা হয়েছে, 'একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে বিমানগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েও যেখান থেকে উড়েছিল সেখানে ফিরে আসতে বাধ্য হয়েছে৷ অথবা যাত্রী নিরাপত্তার সঙ্গে আপোস করেই অবতরণে বাধ্য হয়েছে৷'
advertisement
নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ডিজিসিএ-এর তদন্তে স্পষ্ট যে স্পাইসজেটের অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেই ঘাটতি রয়েছে৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ যার পরিণতিতে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হয়েছে৷ নোটিসে আরও অভিযোগ করা হয়েছে, সংস্থার তরফে যন্ত্রাংশ সরবরাহকারীদের প্রাপ্য অর্থও সময়মতো মেটানো হচ্ছে না৷ যার ফলে প্রয়োজনীয় যন্ত্রাংশেরও অভাব দেখা িদচ্ছে৷ শোকজ নোটিসে স্পষ্ট লেখা হয়েছে, 'তদন্তে পরিষ্কার যে স্পাইসজেট নিরাপদ, নির্ভরযোগ্য এবং যথাযথ বিমান পরিেষবা দিতে ব্যর্থ৷'
advertisement
স্পাইসজেটকে শো কজ নোটিসের ছবি পোস্ট করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ট্যুইটারে লেখেন, 'যাত্রী নিরাপত্তাই সবার উপরে৷ ন্যূনতম গাফিলতি নজরে এলেও তা বিশদে তদন্ত করে সংশোধন করা হবে৷'
গত তিন বছর ধরেই লোকসানে চলছে স্পাইসজেট৷ গত আর্থিক বর্ষেও সংস্থার ক্ষতির পরিমাণ ছিল ৯৯৮ কোটি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Spicejet gets show cause notice: ১৮ দিনে ৮ বার বিমানে বিভ্রাট, স্পাইসজেটকে শো কজ নোটিস ডিজিসিএ-র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement