পূর্ব ঘোষণা মতোই আজ থেকে শুরু হল শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর মধ্যে বাস পরিষেবা৷ সপ্তাহে তিন দিন শিলিগুড়ির তেনজিং নোড়গে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এই এসি ভলভো বাস৷ তথ্য ও ছবি- পার্থপ্রতিম সরকার
2/ 5
শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার ছাড়বে বাস৷ কাঠমান্ডু থেকে বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার৷ শিলিগুড়ি থেকে বিকেল তিনটেয় রওনা দিয়ে পরের দিন সকাল সাতটায় কাঠমান্ডু পৌঁছবে বাস৷ ফিরতি পথেও একই সময় কাঠমান্ডু থেকে ছাড়বে বাস৷ তথ্য ও ছবি- পার্থপ্রতিম সরকার
3/ 5
শিলিগুড়ি থেকে ছেড়ে পানিট্যাঙ্কি-কাঁকড়াভিটা, কোশি, লালগড়, ধাড়কে হয়ে কাঠমান্ডু পৌঁঁছবে বাস৷ এর মধ্যে যাত্রীদের চা এবং নৈশাহারের জন্য কোশি, লালগড় এবং ধাড়কেতে থামবে বাস৷ বাসে মোট ৪১টি আসন রয়েছে৷ তথ্য ও ছবি- পার্থপ্রতিম সরকার
4/ 5
ভারতীয় যাত্রীদের জন্য এই বাসে যাতায়াত করার জন্য আধার কার্ড এবং প্যান কার্ড রাখতেই হবে৷ নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সেই দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক৷ বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক ৷ তথ্য ও ছবি- পার্থপ্রতিম সরকার
5/ 5
এ দিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি- ঢাকা বাস পরিষেবা শুরু হবে৷ কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও৷ তথ্য ও ছবি- পার্থপ্রতিম সরকার