SpiceJet Cargo Plane Problem: ফের স্পাইসজেটে গোলযোগ! চিনে না গিয়ে কলকাতায় ফিরে এল স্পাইসজেট কার্গো বিমান!

Last Updated:

SpiceJet: আবহাওয়ার রাডারে সমস্যা দেখা দেওয়ায় গতকাল কলকাতায় ফিরে আসে ওই বিমান, জানিয়েছে সূত্র।

SpiceJet Plane Technical Glitch
SpiceJet Plane Technical Glitch
#নয়াদিল্লি: চিনের উদ্দেশ্যে রওনা হয়েও কলকাতায় ফিরে এল একটি স্পাইসজেট কার্গো বিমান! আবহাওয়ার রাডারে সমস্যা দেখা দেওয়ায় গতকাল কলকাতায় ফিরে আসে ওই বিমান, জানিয়েছে সূত্র। এই নিয়ে একদিনে স্পাইসজেট বিমানে তিনটি ত্রুটির ঘটনা ঘটল! গতকাল চিনের উদ্দেশ্যে উড়ান দিলেও আবহাওয়ার রাডারে সমস্যা তৈরি হওয়ার পরে তা ঠিক করার জন্য কলকাতায় ফিরে আসতে হয় ওই স্পাইসজেট কার্গো বিমানকে, জানিয়েছে সূত্র। ত্রুটি মেরামত করার পরে আবার গন্তব্যে উড়ে যায় বিমানটি।
স্পাইসজেটে এই নিয়ে একদিনে ত্রুটি সম্পর্কিত তিনটি ঘটনা ঘটল। সবটা মিলে গত তিন সপ্তাহে আটটি ত্রুটির ঘটনা ঘটেছে এই বেসরকারি বিমান পরিষেবায়। যদিও কোনোটিতেই ক্রু বা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।গতকালই অন্য একটি ঘটনায়, জ্বালানি সূচকে ত্রুটি দেখা দিলে দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। পাইলটরা সন্দেহ করেন জ্বালানি লিক হচ্ছে এবং নিরাপদে অবতরণ করার সিদ্ধান্ত নেন। প্রায় ১১ ঘণ্টার অপেক্ষার পর অবশেষে ১৩৮ জন যাত্রী ভারত থেকে পাঠানো একটি বিকল্প বিমানে যাত্রা করেন।
advertisement
advertisement
অন্যদিকে, গতকালই মাঝ আকাশে স্পাইসজেট বিমানের জানলায় ফাটল দেখা দেয়! ভয়াবহ এই ঘটনা নজরে আসতেই স্পাইসজেটের কান্ডলা-মুম্বই বিমানের জরুরি অবতরণ ঘটানো হয় মহারাষ্ট্রের রাজধানী শহরে। মাঝ আকাশে থাকাকালীনই বিমানের বাইরের উইন্ডশিল্ডে ফাটল লক্ষ্য করা যায়। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদেই ছিলেন
advertisement
কান্ডলা-মুম্বই বিমানটি তখন আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায়। উইন্ডশিল্ডের বাইরের ফাটল দেখতে পাওয়া যায় সেই মুহূর্তে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) আধিকারিকদের মতে, পাইলটরা তখনই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SpiceJet Cargo Plane Problem: ফের স্পাইসজেটে গোলযোগ! চিনে না গিয়ে কলকাতায় ফিরে এল স্পাইসজেট কার্গো বিমান!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement