Draupadi Murmu: অন্ধকারের অবসান! এই প্রথম বিদ্যুতের আলো জ্বলল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে!

Last Updated:

Draupadi Murmu's Village Gets Electricity: সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর, সমস্ত পরিবার সৌভাগ্য যোজনার আওতায় বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

Droupadi Murmu's Village Gets Electricity
Droupadi Murmu's Village Gets Electricity
#ময়ূরভঞ্জ: কয়েক দশক ধরে অন্ধকারে থাকার পর অবশেষে আলো জ্বলল দ্রৌপদী মুর্মুর গ্রামে! খোদ রাষ্ট্রপতি পদপ্রার্থীর গ্রামের বাসিন্দাদের দুর্দশার কথা সংবাদে আসতেই এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর পৈতৃক গ্রাম উপরবেদায় বিদ্যুতায়নের কাজ শুরু করে ওড়িশা সরকার। ১৫,০০০ মানুষের বাস এই উপরবেদা পঞ্চায়েতে। কুসুমি ব্লকের উপরবেদা গ্রামে দু’টি গ্রাম রয়েছে, বাদসাহি এবং ডুংগুরিসাহি। ডুংগুরিসাহির মানুষ এতকাল অন্ধকারেই ছিলেন।
উপরবেদার মানুষ মৌলিক সুযোগ সুবিধা থেকে দীর্ঘকালই বঞ্চিত। পানীয় জল, রাস্তা, এবং বিদ্যুৎ সংযোগ গ্রামবাসীদের বড়ো সমস্যা। দ্রৌপদী মুর্মুর গ্রাম হলেও বিদ্যুৎ সরবরাহের কোনও ব্যবস্থাই হয়নি এখানে। দ্রৌপদী এখন এই গ্রামে থাকেন। জন্মস্থান ডুংগুরিসাহি থেকে ২০ কিলোমিটার দূরে রায়রাংপুরে চলে গিয়েছেন তিনি।
advertisement
advertisement
উপরবেদা থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত ডুংগুরিসাহিতে মাত্র ১৪ টি পরিবার রয়েছে। যশিপুরের প্রাক্তন বিধায়ক গণেশরাম খুন্তিয়া জানান, আটটি পরিবার এখানে থাকে। রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয় প্রশাসন। “প্রশাসন বাসিন্দাদের জমির নথি দিয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগের কথা জানতাম না। সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর, সমস্ত পরিবার সৌভাগ্য যোজনার আওতায় বিদ্যুৎ সংযোগ পেয়েছে।”
advertisement
রাজ্য সরকার উপরবেদার একটি অংশে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করেছে। টাটা পাওয়ার নর্থ ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেড এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করছে।
অন্ধকারের দিবারাত্র তবে শেষ! আলো আনার জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। “আমরা খুব খুশি যে কয়েক দশক পর আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি। বিদ্যুৎ পৌঁছে দিতে জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ করেছে। আমাদের অন্ধকার শেষ হল। আমাদের বাচ্চারা বৈদ্যুতিক আলোতে পড়াশোনা করতে পারবে,” বলেন বাসিন্দা মুন্না পাথিহারি।
advertisement
গ্রামের সরপঞ্চ যমুনা হেমরাম জানান, আগে স্থানীয় প্রশাসন গ্রামে বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধান করতেই চায়নি। “আমরা স্থানীয় প্রশাসনকে মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কে জানিয়েছি কিন্তু গত কয়েক বছরে কেউই সাড়া দেয়নি। দ্রৌপদী ম্যাডামকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে, বিদ্যুৎ বিভাগ তাত্ক্ষণিক ব্যবস্থা নেয় এবং গ্রামবাসীদের বিদ্যুৎ সরবরাহ করে,” বলেন যমুনা।
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu: অন্ধকারের অবসান! এই প্রথম বিদ্যুতের আলো জ্বলল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement