দেশের অর্থনীতিতে দৃঢ়তা আনতে বিশেষ আলোচনা সভা

Last Updated:

ভারত সরকারের অর্থনীতি বিষয়ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ণ প্রকল্প (UNDP) সম্প্রতি এক বিশেষ পরামর্শ সংক্রান্ত অধিবেশনের আয়োজন করেছিল ৷

#নয়াদিল্লি: ভারত সরকারের অর্থনীতি বিষয়ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ণ প্রকল্প (UNDP) সম্প্রতি এক বিশেষ পরামর্শ সংক্রান্ত অধিবেশনের আয়োজন করেছিল ৷ করোনা আবহে দেশের অর্থনীতিকে আরও বেশি দৃঢ়তা প্রদান করার জন্য নানা বিষয় আলোচনা করার উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন ৷ যার মধ্যে বিশেষভাবে গুরুত্ব পায় দেশের অর্থনীতিকে দৃঢ়তা প্রদান করার পন্থা ও  গ্রিন ফিনান্স ৷
করোনা আবহের আগে ভারতের ক্ষেত্রে পরিকল্পনা ছিল ২০৩০-এর মধ্যে এদেশের এসডিজি টার্গেট USD 2.6 ট্রিলিয়ন ৷ তবে শুধুমাত্র দেশের নাগরিকদের ব্যয় এক্ষেত্রে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না ৷ এক্ষেত্রে পাবলিক ও প্রাইভট দুই সেক্টরকেই প্রভাবিত করা প্রয়োজন ৷ এক্ষেত্রে অর্থনীতিতে স্থিরতা রাখা অত্যন্ত প্রয়োজন ৷
এই আলোচনা সভার প্রাথমিক উদ্দেশ্যই ছিল এই করোনা আবহে কীভাবে কম ক্ষতিপূরণের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে দৃঢ়তা প্রদান করা ৷ এক্ষেত্রে প্রথম থেকে বলা হয়েছিল ৷ দেশের অর্থনীতিকে এই সময়ের মাপকাঠিতে না মেপে, ভবিষ্যতের আকারকে রূপ দেওয়া ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের অর্থনীতিতে দৃঢ়তা আনতে বিশেষ আলোচনা সভা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement