Delhi Case: ৪ জন পুরুষ জাপটে ধরে, পোষাক ছিঁড়ে...বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে শারীরিক হেনস্থা! দিল্লিতে মারাত্মক অভিযোগ
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Delhi Case: দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ।
নয়াদিল্লি: ফের ছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ। দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর চারজনের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে।
সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ঘটনা ঘটে রবিবার বিকেলে। অভিযোগ, অডিটোরিয়াম চত্বর থেকে ক্যান্টিনের দিকে যাওয়ার সময় চারজন পুরুষ ওই ছাত্রীকে জাপটে ধরে। তাঁর পোশাক ছিঁড়ে দিয়ে শারীরিক ভাবে হেনস্থা করা হয়।
advertisement
advertisement

কাল বিকেলে ওই ছাত্রীর এক বন্ধু পিসিআর নম্বরে ফোন করে অভিযোগ জানায়। ছাত্রীর বয়ানের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিপি(দক্ষিণ)। চার অভিযুক্তের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে, সে বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষক কর্মী বলে জানা গিয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে, ক্ষুব্ধ পড়ুয়ারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2025 12:37 PM IST









