Donald Trump: ‘খুব ভাল বন্ধু’! পেছনে দাঁড়িয়ে শেহবাজ, ফের বন্ধু মোদির প্রশংসা ট্রাম্পের! শুনেই যা করলেন পাক প্রধানমন্ত্রী...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump: মিশরের শার্ম এল-শেখ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব ভাল বন্ধু’ আখ্যা আমেরিকার প্রেসিডেন্টের
ফের বন্ধু মোদির প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। মিশরের শার্ম এল-শেখ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব ভাল বন্ধু’ আখ্যা আমেরিকার প্রেসিডেন্টের। মোদির নেতৃত্বেরও প্রশংসা করলেন ট্রাম্প। পাশাপাশি ট্রাম্পের আশা ‘ভারত এবং পাকিস্তান খুব ভালভাবে একসঙ্গে থাকবে’। তবে ট্রাম্পের মোদিকে নিয়ে মন্তব্যের সময় পাশেই বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর ‘অস্বস্তি ভাব’ নজর এড়ায়নি কারও।
মিশরের শার্ম এল-শেখ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে বলেন, ‘‘ভারত মহান দেশ। যার শীর্ষে রয়েছে আমার খুব ভাল বন্ধু। তিনি অসাধারণ কাজ করেছেন।’’ মোদির প্রশংসা করেই পাশে বসা শেহবাজ শরিফকে জিজ্ঞাসা করেন, ‘‘আমার মনে হয় ভারত এবং পাকিস্তান খুব ভালভাবে একসঙ্গে থাকবে, তাই না?’’ পেছনে দাঁড়িয়ে অপ্রস্তুত হাসি শেহবাজের। এরপর ট্রাম্প দুই দেশকেই মহান দেশ বলে উল্লেখ্য করেন।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এই সম্মেলনে শেহবাজ শরিফ ট্রাম্পের বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ভূমিকার ভূয়সী প্রশংসা করে ফের আমেরিকার প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি। শরিফ বলেন ট্রাম্পের নেতৃত্ব “দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে।” শরিফ গাজায় শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকার জন্য ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের একটি জোটকে কৃতিত্ব দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 10:27 AM IST