Delhi Robbery: টাকা লুটের বদলে, ১০০ টাকা পকেটে গুঁজে দিয়ে গেল ডাকাতরা! অবাক করা কাণ্ড
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত ওই দুই দুষ্কৃতিই যুগলের হাতে ধরিয়ে দিয়ে যায় ১০০ টাকা। দুষ্কৃতিদের এই অদ্ভুত কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
দিল্লি: ডাকাতি করতে এসে দুষ্কৃতীরাই দিয়ে গেল টাকা। এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লিতে। টাকা-পয়সা, গয়না লুটের উদ্দেশ্য নিয়ে এক যুগলের পথ আটকায় করে দুই দুষ্কৃতি। কিন্তু শেষ পর্যন্ত ওই দুই দুষ্কৃতিই যুগলের হাতে ধরিয়ে দিয়ে যায় ১০০ টাকা। দুষ্কৃতিদের এই অদ্ভুত কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পূর্ব দিল্লির শাহদরা এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিল এক যুগল। রাতের বেলা তাদের একা পেয়ে তাদের কাছ থেকে টাকা ও গয়নাগাটি ছিনতাই করার উদ্দেশ্যে নিয়ে তাঁদের পথ আটয় দাঁড়ায় দুই বাইক আরোহী যুবক। তারপর যুবকের কাছ থেকে দুষ্কৃতীরা মোটা টাকা দাবি করতে থাকে। মুখের কথায় কাজ না হওয়ায় ওই দুজনের মধ্যে একজন যুবকের গায়ে হাত দেয়।
advertisement
advertisement
তারপর ওই যুবকের পকেটে হাত দিয়ে টাকা বের করতে চেষ্টা করে। আর তারপরেই ঘটে এই অদ্ভুত ঘটনা। যুবকের পকেটে থেকে মেলে মাত্র কুড়ি টাকা। তাদের কাছে কুড়ি টাকার নোট ছাড়া আর কিছু না থাকায় দুষ্কৃতিরা ওই টাকা তো নেয় না। বরং যুবককে তারা উল্টে ১০০ টাকা ধরিয়ে দিয়ে যায়। তারপর তারা বাইকে করে চলে যায়।
advertisement
এই ঘটনাটি ওই যুগল পুলিশকে জানায়। পুলিশ ওই অঞ্চলে থাকা সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখে। তবে সেখানে দুষ্কৃতিদের মুখ দেখা যাচ্ছিল না। কারণ তারা দুজনেই হেলমেট পড়েছিল। তারপর ওই এলাকার প্রায় ২০০ টি সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ টি মোবাইল ফোন। পাশাপাশি এও জানা গিয়েছে তারা দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 8:40 PM IST