Farmers' Daughters Become IAF Officers: গল্প হলেও সত্যি! আকাশ ছোঁয়ার উড়ান দিল দুই কৃষক পরিবারের মেয়ে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দুই কৃষক পরিবারের মেয়ের আকাশ ছোঁয়ার গল্প। কিন্তু গল্প হলেও সত্যি। পঞ্জাবের দুই তরুণী ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন।
পঞ্জাব: দুই কৃষক পরিবারের মেয়ের আকাশ ছোঁয়ার গল্প। কিন্তু গল্প হলেও সত্যি। পঞ্জাবের দুই তরুণী ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন। শনিবার তাঁদের কমিশন করা হয় বায়ুসেনায়। অফিসার পদে নিযুক্ত এই দুই তরুণীর হলেন ইভরাজ কউর এবং প্রভসিমরন কউর। দুজনের বাবা-ই পেশায় কৃষক। দুজনেই ঘটনাচক্রে মোহালির মাই ভগো আর্মড ফোর্স ইনস্টিটিউট ফর গার্লসের প্রাক্তনী।
ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন ইভরাজ কউর। তাঁর বাবার জসপ্রীত সিং পঞ্জাবের রূপনাগরের কৃষক। ইভরাজ বায়ুসেনার ফ্লাইং শাখার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দেবেন। অন্যদিকে ফ্লাইং অফিসার প্রভসিমরনের বাবা পরমজিৎ সিংও পঞ্জাবের গুরুদাসপুরের কৃষক। প্রভসিমরন বায়ুসেনার এডুকেশন শাখায় যোগ দেবেন। ইভরাজ এবং প্রভসিমরনের নিযোগের খবর আসতে খুশির জোয়ার পরিবারে। পাশাপাশি পঞ্জাবের কর্মসংস্থান মন্ত্রী অমন অরোরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ।
advertisement
advertisement
তিনি জানান বায়ুসেনার অফিসার পদে নিযুক্ত দু’জনেই কৃষকের গর্বিত কন্যা তাঁরা। এই দুই তরুণীর সাফল্য, পঞ্জাবের অন্যান্য ছোট শহর এবং গ্রামের বহু তরুণ-তরুণীদের সামরিক বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করবে, পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াবে। পাশাপাশি এই পদে থেকে মানুষের সেবা করারও সুযোগ পাবেন তরুণীরা।
advertisement
শনিবার ইভরাজকে ডুন্ডিগল এবং প্রভসিমরনকে হায়দরাবাদে বায়ুসেনার অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। পাশাপাশি পঞ্জাবের আরও চার তরুণ বায়ুসেনায় অফিসার পদে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রস্তুতির জন্য মাই ভাগো আর্মড ফোর্স ইনস্টিটিউটে একটি নয়া প্রকল্প শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 5:04 PM IST