Delhi New CM: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা, মহিলা মুখেই ভরসা রাখল বিজেপি! কে এই রেখা? পরিচয়ে বড় চমক
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Delhi New Chief Minister : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা। শালিমার বাগ থেকে জিতে এসেছেন তিনি। প্রথমবার বিধায়ক রেখা গুপ্তা। আরএসএসের কর্মী ছিলেন দীর্ঘদিন। প্রার্থী হিসেবে তাঁর নাম এসেছিল আরএসএস থেকেই বলে খবর।
নয়াদিল্লিঃ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা। শালিমার বাগ থেকে জিতে এসেছেন তিনি। প্রথমবার বিধায়ক রেখা গুপ্তা। আরএসএসের কর্মী ছিলেন দীর্ঘদিন। প্রার্থী হিসেবে তাঁর নাম এসেছিল আরএসএস থেকেই বলে খবর।
দিল্লিতে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ৫০ বছরের রেখা গুপ্তা। এই প্রথম বিজেপি শাসিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা। রেখা গুপ্তার নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান।
advertisement
advertisement
তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন। “কাম হি পেহচান” (আমার কাজই আমার পরিচয়), এই স্লোগানটি বিজেপি নেত্রী তাঁর প্রচারের জন্য তাঁর ওয়েবসাইটে ব্যবহার করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 8:43 PM IST