হোম /খবর /দেশ /
এই নিয়ে তিনবার! আজও মেয়র পেল না দিল্লি, এবার কি সুপ্রিম কোর্টে AAP!

Delhi MCD Mayor Election: এই নিয়ে তিনবার! মেয়র নির্বাচন নিয়ে দিল্লিতে তুলকালাম কাণ্ড, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা আপ-এর

গত বছরের ৪ ডিসেম্বর নির্বাচন হয় দিল্লি পুরসভায়। নির্বাচন শেষে ২৫০ আসনের পুরনিগমের ১৩৪টিতে জয়ী হয় আপ। গত ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম নিজেদের দখলে রাখা বিজেপি আটকে থাকে ১০৪টি আসনে। কংগ্রেস পায় ৯ টি আসন।

  • Share this:

নয়াদিল্লি: এই নিয়ে তিনবার। সোমবারও কাটল না দিল্লির মেয়র, ডেপুটি মেয়র নির্বাচনের জটিলতা। মেয়র নির্বাচনের জন্য ফের পরবর্তী দিন ঘোষণা করবেন দিল্লির উপ রাজ্যপাল।

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হয় দিল্লির পুর অধিবেশন। প্রথমে ঘোষণা মতো মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনের কথা ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার সত্য শর্মা।

আরও পড়ুন: বাঙালির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন পরেশ রাওয়াল

কিন্তু এরপরেই তিনি ঘোষণা করেন, মেয়র, ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন অল্ডারম্যান সদস্যেরা। এই ঘোষণা মাত্রই হইচই শুরু হয়ে যায়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সদস্যেরা। স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকে আপ এবং বিজেপি। এর কিছুক্ষণ পরেই মেয়র নির্বাচন না করেই মুলতবি হয়ে যায় অধিবেশন।

আপ নেতাদের দাবি, আপ সংখ্যাগরিষ্ঠতা পেলেও মেয়র নির্বাচনের ক্ষেত্রে ক্রশ ভোটিং-এর সম্ভাবনা থাকছে। তাছাড়া, বারবার পিছিয়ে যাচ্ছে মেয়র নির্বাচন প্রক্রিয়া। সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যে যাতে মেয়র নির্বাচন হয় এবং শীর্ষ আদালতের নজরদারিতে সেই নির্বাচন হয়, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে আপ।

এর আগে ৬ এবং ২৪ জানুয়ারিও মেয়র নির্বাচনের চেষ্টা করা হয়েছিল দিল্লিতে। সেবারও আপ-বিজেপির সদস্যদের বিক্ষোভের মুখে পিছিয়ে যায় নির্বাচন প্রক্রিয়া।

গত বছরের ৪ ডিসেম্বর নির্বাচন হয় দিল্লি পুরসভায়। নির্বাচন শেষে ২৫০ আসনের পুরনিগমের ১৩৪টিতে জয়ী হয় আপ। গত ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম নিজেদের দখলে রাখা বিজেপি আটকে থাকে ১০৪টি আসনে। কংগ্রেস পায় ৯ টি আসন। সেই হিসাবে দিল্লি পুরসভার মেয়র এবং ডেপুটি মেয়র প্রার্থী আপ-এরই হওয়ার কথা।

আরও পড়ুন: সপ্তাহের শুরুর দিনই বাতিল ২৯৬টি ট্রেন, তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন

কিন্তু, এই পুরনিগমে অন্য একটি অঙ্কও রয়েছে। নিয়ম অনুযায়ী, পুরনির্বাচনের আগেই দিল্লির উপ রাজ্যপাল ১০ জনের নাম মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করতে পারেন। সেই মতো দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ইতিমধ্যেই ১০ জনকে মনোনীত করেছেন।

কিন্তু অভিযোগ, এই মনোনীত প্রার্থী বা অল্ডারম্যানদেরই নিয়মবিরুদ্ধ ভাবে নির্বাচিত প্রার্থীদের আগে শপথগ্রহণ করানোর তোড়জোড় শুরু করেছিলেন স্পিকার তথা বিজেপি নেতা সত্য শর্মা। আর তাতেই তুলকালাম কাণ্ড বেঁধে যায় পুর অধিবেশনে। ঘটনার তীব্র প্রতিবাদ করে অরিবন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টির নির্বাচিত পুর প্রতিনিধিরা।

Published by:Satabdi Adhikary
First published: