Delhi Lieutenant Governor: যুযুধান গভর্নর-আম আদমি! আপ নেতাদের বিরুদ্ধে মানহানির মামলার ডাক দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Aam Aadmi Party: AAP-এর অভিযোগ, ভি কে সাক্সেনা ডিমানিটাইজেশনের সময় সরকারি খাদি সংস্থার চেয়ারম্যান থাকাকালীন ১,৪০০ কোটি মূল্যের নিষিদ্ধ নোট পরিবর্তন করার জন্য দুই কর্মচারীকে চাপ দিয়েছিলেন।
#নয়াদিল্লি: দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা আজ বিধায়ক অতীশি এবং সৌরভ ভরদ্বাজ সহ আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে “অত্যন্ত মানহানিকর এবং মিথ্যা” দুর্নীতির অভিযোগ তোলার জন্য মামলা করার হুমকি দিয়েছেন। AAP-এর অভিযোগ, ভি কে সাক্সেনা ২০১৬ সালের ডিমানিটাইজেশনের সময় একটি সরকারি খাদি সংস্থার চেয়ারম্যান থাকাকালীন ১,৪০০ কোটি মূল্যের নিষিদ্ধ নোট পরিবর্তন করার জন্য দুই কর্মচারীকে চাপ দিয়েছিলেন।
ভিকে সাক্সেনা অবশ্য আপের এই অভিযোগকে ‘কাল্পনিক কাহিনি’ মনে করে উড়িয়ে দিয়েছেন। “এটি কেজরিওয়াল এবং কোম্পানির বৈশিষ্ট্য, দুমদাম কিছু একটা বলে দেওয়া এবং পরে সত্য প্রকাশের জন্য চাপ দেওয়া হলে ক্ষমা চাওয়া,” বলেন লেফটেন্যান্ট গভর্নর৷ “লেফটেন্যান্ট গভর্নর AAP নেতাদের এইসব স্পষ্টত মিথ্যা, মানহানিকর এবং ভিন্নমুখী অভিযোগগুলিকে গুরুতর দৃষ্টিতেই দেখছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে,” বিবৃতিতে জানিয়েছে তাঁর কার্যালয়।
advertisement
advertisement
সাক্সেনা সেই সময়ে জানিয়েছিলেন, যখন জানা যায় যে “খাদি গ্রামোদ্যোগ ভবনের অ্যাকাউন্টে কিছু ডিমানিটাইজড নোট জমা করা হয়েছে তখন চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।” সিবিআই যখন আসে তখন দেখা যায় ১৭,০৭,০০০ টাকার নিষিদ্ধ নোট জমা করা হয়েছিল এবং তাতে দু’জন কর্মকর্তা জড়িত ছিলেন। মামলাটি এখনও আদালতে বিচারাধীন বলে জানিয়েছে লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়।
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, “আপ মিথ্যা প্রচার করছে। ১,৪০০ কোটি নয়, বিষয়টি মাত্র ১৭.০৭ লাখের।” অন্যদিকে AAP মানহানির মামলার প্রতিক্রিয়া জানিয়ে পালটা তদন্তের আহ্বান জানিয়েছে। AAP মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, “এই মামলার একটি পৃথক তদন্ত হওয়া উচিত। এই মামলাটি যেভাবে পরিচালনা করা হয়েছে তা ন্যায়বিচারের নীতির বিরুদ্ধে।”
advertisement
লেফটেন্যান্ট গভর্নর দিল্লির আপ সরকারের আবগারি নীতির দুর্নীতিকে চিহ্নিত করার পরেই দু’তরফা উত্তেজনা বেড়েছে। লেফটেন্যান্ট গভর্নরের একটি প্রতিবেদনের পরেই সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযান চালায় এবং ১৪ জনের সঙ্গে এফআইআরে তাঁর নামও অভিযুক্ত হিসাবে তুলে দেয়। সাক্সেনার কার্যালয় আরও জানিয়েছে, দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের ভাইস চেয়ারম্যান জেসমিন শাহের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Location :
First Published :
August 31, 2022 5:19 PM IST