KCR Meets Nitish Kumar Tejashwi Yadav: বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়তে কেসিআরের সঙ্গে সাক্ষাৎ নীতীশ-তেজস্বীর

Last Updated:

United Opposition Front: নীতীশ কুমার “আরএসএস-মুক্ত ভারত” গড়ার ডাক দিয়েছেন। অন্যদিকে কেসিআর সম্প্রতি “বিজেপি-মুক্ত ভারত”-এর আহ্বান জানিয়েছেন৷

Nitish Kumar Tejashwi Yadav KCR
Nitish Kumar Tejashwi Yadav KCR
#পটনা বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই মাসের শুরুতেই আরজেডি-কংগ্রেস জোটের সঙ্গে সরকার গঠন করে এনডিএ ত্যাগ করেছেন নীতীশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের জন্য চন্দ্রশেখর রাও অতীতে বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গেই সাক্ষাৎ করেছেন। ২০১৪ সালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই বিহারে কেসিআরের প্রথম সফর৷ নীতীশ কুমার “আরএসএস-মুক্ত ভারত” গড়ার ডাক দিয়েছেন। অন্যদিকে কেসিআর সম্প্রতি ২০২৪ সালের নির্বাচনের আগে “বিজেপি-মুক্ত ভারত”-এর আহ্বান জানিয়েছেন৷
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা পটনায় বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গেও দেখা করেছেন। চন্দ্রশেখর রাও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে গালভান উপত্যকায় শহিদ ভারতীয় সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি তেলেঙ্গানা সরকারের তরফে শহিদ সৈন্যদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেন। ২০২২ সালের মার্চ মাসে সেকেন্দ্রাবাদের একটি কাঠের ডিপোয় অগ্নিকাণ্ডে নিহত বিহারের ১২ জন শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকার সহায়তাও করেছিলেন চন্দ্রশেখর রাও।
advertisement
advertisement
advertisement
দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠককে ব্যঙ্গ করে বিজেপি নেতা সুশীল কুমার মোদি বলেন, এই বৈঠক আসলে “দুই দিবাস্বপ্নের মিলন” যাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে দাঁড়ানোর ক্ষমতাও নেই৷ তিনি এই বৈঠকটিকে “বিরোধী ঐক্যের সাম্প্রতিকতম কমেডি শো” হিসাবে অভিহিত করেছেন।
advertisement
জেডিইউয়ের প্রধান মুখপাত্র নীরজ কুমার জানিয়েছিলেন, চন্দ্রশেখর রাও এবং নীতীশ কুমারের মধ্যের এই বৈঠকটি বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে “দক্ষিণ এবং উত্তরের মধ্যে ঐক্য” হবে। “কেসিআর নিঃসন্দেহে দক্ষিণের একজন বিশিষ্ট নেতা এবং বিজেপির বিরুদ্ধে মূল কণ্ঠস্বর। নীতীশ কুমারের মধ্যে বিরোধীরা নতুন আশা দেখছেন। দুই নেতার মধ্যে বৈঠকের জাতীয় প্রতিক্রিয়া হতে বাধ্য,” সংবাদ সংস্থা পিটিআইকে বলেন নীরজ।
advertisement
আরজেডির জাতীয় সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারিও দুই নেতার মধ্যের এই বৈঠককে “গুরুত্বপূর্ণ” বলেই অভিহিত করেছেন৷ “বিরোধী ঐক্য গঠনে দুই নেতারই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ NDA থেকে নীতীশের প্রস্থান সাম্প্রতিক সময়ে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা,” বলেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
KCR Meets Nitish Kumar Tejashwi Yadav: বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়তে কেসিআরের সঙ্গে সাক্ষাৎ নীতীশ-তেজস্বীর
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement